শনিবার   ১৮ মে ২০২৪

সর্বশেষ:
জাইকার উপদেষ্টা কমিটির সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর বৈঠক ‘অজান্তে মোবাইল ব্যালেন্স কেটে নিলে কঠোর ব্যবস্থা’ আওয়ামী লীগের যৌথ সভা শুক্রবার বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক : পররাষ্ট্রমন্ত্রী ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক : ওবায়দুল কাদের রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
৮২

জুনে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে দ্বিতীয় ইউনিট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৫ মে ২০২৪  

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হচ্ছে আগামী জুন মাসে। জাপানের আর্থিক সহায়তায় নির্মিত দুই ইউনিটের বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর দ্বিতীয় ইউনিটও পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। আগামী জুন মাসে বিদ্যুৎকেন্দ্রটি সক্ষমতার (এক হাজার ২০০ মেগাওয়াট) পুরো বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে সক্ষম হবে।

বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত বছর ২৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হলেও প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে একই মাসের ২৬ তারিখ থেকে।

এরই মধ্যে প্রথম ইউনিট থেকে উৎপাদিত প্রায় ৭০০ কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করা হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছে। তবে বিদ্যুৎ বিক্রির পুরো টাকা বকেয়া পড়েছে। সম্প্রতি মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সরেজমিন পরিদর্শনে গিয়ে প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সরেজমিনে প্রকল্পটি ঘুরে দেখা গেছে, এ পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি ৮৬ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৮১ শতাংশ।
শতভাগ সরকারি মালিকানায় উৎপাদনে থাকা দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এটি। প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকারি প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের জন্য এক হাজার ৬০৮ একর জমি অধিগ্রহণ করা হয়। জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সহায়তায় ৫১ হাজার ৮৫৪ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এটি।

এর মধ্যে জাইকার ঋণ ৪৩ হাজার ৯২১ কোটি তিন লাখ টাকা। বাকি টাকা সিপিজিসিবিএল তাদের নিজস্ব তহবিল থেকে দিচ্ছে। গত বছর ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎকেন্দ্রটির উদ্বোধন করেন।
জানতে চাইলে কোল পাওয়ার জেনারেশন কম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘আগামী জুন মাসেই বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে, এটি চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটই চালু আছে।

এরই মধ্যে সর্বোচ্চ ৮৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা গেছে। আমরা এখন চাইলেই এক হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারি। কিন্তু গ্রিডের সক্ষমতা না থাকায় কেন্দ্রটি পুরোপুরি চালানো যাচ্ছে না।’

তিনি বলেন, ‘এ পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রটির জন্য কয়লা আমদানিতে কোনো সমস্যা হয়নি। বর্তমানে তিন থেকে চার মাসের কয়লা মজুদ আছে। আমরা কয়লা আমদানি করতে আন্তর্জাতিক দরপত্র আহবান করেছি। এরই মধ্যে আমরা প্রায় ৭০০ কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করেছি, তবে ওই টাকা এখনো পাইনি।’

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এক হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার দুই ইউনিটের বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদন ও সরবরাহের জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু উপকেন্দ্র ও সঞ্চালন লাইন এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। ফলে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদিত বিদ্যুতের অর্ধেক চট্টগ্রামের মদুনাঘাট উপকেন্দ্র এবং বাকিটা নারায়ণগঞ্জের মেঘনাঘাট উপকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে। পায়রা, রামপালসহ দেশে কয়লাভিত্তিক অন্য বিদ্যুৎকেন্দ্রের তুলনায় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ইউনিটপ্রতি বিদ্যুৎ উৎপাদন খরচ কম। অন্য কেন্দ্রে ইউনিটপ্রতি বিদ্যুৎ উৎপাদন খরচ ১০ টাকার বেশি হলেও এই কেন্দ্রটিতে ইউনিটপ্রতি খরচ হচ্ছে আট টাকা।

বর্তমানে কেন্দ্রটির জন্য ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করা হচ্ছে। পরিবেশ দূষণ রোধে কয়েক স্তরের পিউরিফিকেশনের ব্যবস্থা থাকায় বিদ্যুৎকেন্দ্রটি পরিবেশের কোনো ক্ষতি করছে না বলেও জানান কর্মকর্তারা।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৬ জুন বাংলাদেশ সরকার ও জাইকার মধ্যে একটি ঋণচুক্তি হয়। ২০১৩-১৪ অর্থবছরে মাতারবাড়ী প্রকল্প বাস্তবায়নের শুরুতে এর ব্যয় ধরা হয়েছিল ৩৫ হাজার ৯৮৪ কোটি টাকা। পরে তা বাড়িয়ে ৫১ হাজার ৮৫৪ কোটি ৮৮ লাখ টাকা করা হয়। জমি অধিগ্রহণ ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ছাড়াও এই টাকার মধ্যে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয়ে গভীর সমুদ্রবন্দর নির্মাণকাজের আওতায় ১৪.৩ কিলোমিটার দীর্ঘ, ৩৫০ মিটার প্রস্থ ও ১৮.৫ মিটার গভীর চ্যানেল, সি-ওয়ালসহ আনুষঙ্গিক ফ্যাসিলিটিস নির্মাণকাজ করা হয়েছে।

মাতারবাড়ী দ্বিতীয় বিদ্যুৎকেন্দ্র নিজস্ব অর্থে করার পরিকল্পনা

পরিবেশ বিবেচনায় মাতারবাড়ী দ্বিতীয় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পে অর্থায়ন থেকে জাপান সরে আসায় সরকার নিজস্ব অর্থে দ্বিতীয় বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের পরিকল্পনা করছে।

প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মাতারবাড়ীতে ৬০০ মেগাওয়াট সক্ষমতার চার ইউনিটের দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেই বিবেচনায় বাড়তি জমি অধিগ্রহণের পাশাপাশি সীমানাপ্রাচীর, ভবন ও কয়লা আমদানির জেটি নির্মাণসহ শেষ হয়েছে আনুষঙ্গিক কাজ। দ্বিতীয় প্রকল্পে এখন শুধু বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি বসানো হলেই বাড়তি আরো এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। ফলে এক জায়গাতেই দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এতে বিদ্যুতের উৎপাদন ব্যয়ও তুলনামূলক কমে আসবে।

প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সিপিজিসিবিএলের এমডি আবুল কালাম আজাদ বলেন, ‘দ্বিতীয় বিদ্যুৎকেন্দ্রের জন্য মেশিন বা ইউনিট স্থাপন ছাড়া অন্য কাজ শেষ। এই মেশিন স্থাপন করতে ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা ব্যয় হবে। অর্থের সংস্থান হলে দ্বিতীয় প্রকল্পের কাজ শুরু করা হবে।’

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
  • জিয়াউর রহমান বাকশালের সদস্য হয়েছিলেন, দাবি ওবায়দুল কাদেরের

  • মূল্যস্ফীতি হ্রাসই লক্ষ্য

  • আম নিতে চায় রাশিয়া-চীন

  • ফের দুই দিনের হিট অ্যালার্ট জারি

  • উন্নয়ন রূপকল্পের অন্যতম পথিকৃৎ শেখ হাসিনা : ধর্মমন্ত্রী

  • ধর্মান্ধরা সমাজকে পিছিয়ে নিয়ে যাচ্ছে: ভূমিমন্ত্রী

  • অন্য দেশের সঙ্গে প্রদর্শনী বাড়ালে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার হয়

  • রাজধানীতে ‘কক্সবাজার এক্সপ্রেসের’ বগি বিচ্ছিন্ন

  • নির্বাচনের জন্য ট্যুরিস্ট ভিসাতে ভ্রমণ নিষেধাজ্ঞা দিলো ভারত

  • ৩০ ব্যাংকের এমডি যাচ্ছেন যুক্তরাষ্ট্রে

  • নোংরা পরিবেশে তৈরি হচ্ছিলো রাফসানের ব্লু ড্রিংকস

  • জার্মানিতে আবাসিক ভবনে বিস্ফোরণ, নিহত ৩

  • খারকিভে ‘কঠিন লড়াই’ চলছে: জেলেনস্কি

  • সব ধরনের জঙ্গি-সন্ত্রাসবাদ পুলিশের নিয়ন্ত্রণে: আইজিপি

  • জনগণের উন্নয়ন, মির্জা ফখরুলসহ বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী

  • রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্ক সন্ত্রাসী গোষ্ঠী আরসা: র‌্যাব

  • বাংলাদেশের গ্রামের অর্থনীতি পাল্টে গেছে : প্রধানমন্ত্রী

  • ৬ তারিখে বাজেট দেব, বাস্তবায়নও করব : প্রধানমন্ত্রী

  • চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জনের মৃত্যু

  • দেশকে এগিয়ে নিতে অর্থনীতিবিদদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

  • ১৭ মে বাংলাদেশের মানুষের হৃদয়ে গাঁথা থাকবে : আইনমন্ত্রী

  • শেখ হাসিনা গণতন্ত্রকামী মানুষের নেতা : খাদ্যমন্ত্রী

  • টানা ৫ দিন বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

  • দুধ দিয়ে গোসল করানো হলো নাবিক সাব্বিরকে

  • রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্ক সন্ত্রাসী গোষ্ঠী আরসা : র‌্যাব

  • শনিবার থেকে বৃষ্টি হতে পারে

  • শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত

  • বেদনানাশক নিয়ে খেলবেন তাসকিন

  • শাহরুখ-অমিতাভদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

  • লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো উৎপাদন

  • অতীত ভুলে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র

  • এসএসসিতে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ

  • ফেল করেছে বলে গালমন্দ করবেন না : অভিভাবকদের প্রধানমন্ত্রী

  • অবৈধ অভিবাসী প্রত্যাবাসনে বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণা ইতালির

  • ‘স্বচ্ছতা নিশ্চিতে ইলেকট্রনিক সরকারি ক্রয় চালু’

  • কূটনৈতিক মিশন খুলতে সম্মত বাংলাদেশ-আয়ারল্যান্ড

  • ঘরে বসেই হজযাত্রীরা পাবে প্রাক-নিবন্ধন রিফান্ডের টাকা

  • ডাবের পানির বিকল্প হিসেবে যে পানীয় পান করতে পারেন

  • জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

  • ডেঙ্গু ঠেকাতে এবার মাস্টারপ্ল্যান

  • সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতা বাড়ছে বাজেটে

  • কিশোর গ্যাংয়ে জড়ানোর কারণ খুঁজতে হবে : শেখ হাসিনা

  • জুন-জুলাইয়ে হতে পারে প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ সফর

  • ‘ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক অ্যাপ চালু করা হয়েছে’

  • নিউ ইয়র্ক বাংলা বইমেলায় দশ হাজার নতুন বই

  • ‘মা দিবসে মাকে দেওয়া আমার শ্রেষ্ঠ উপহার জিপিএ-৫’

  • পায়রা বন্দরে প্রথমবারের মতো ভিড়লো বিদেশি জাহাজ

  • ম্যাংগো স্পেশাল ট্রেন এবার চলবে পদ্মা সেতু দিয়ে

  • ‘ডোনাল্ড লু সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ সফরে আসছেন’

  • বিশ্বাসের ঘাটতি হটিয়ে সম্পর্ক দৃঢ় করতে চায় যুক্তরাষ্ট্র

  • ইলিশের মণ লাখ টাকা

  • নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে সফরে যাবে বাংলাদেশ

  • কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করবে সরকার

  • ‘বিএনপি যে কখন তাবিজ-দোয়ার ওপর ভর করে সেটিই প্রশ্ন’

  • ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র’

  • ১৭ মে : জননেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন এবং দেশের অগ্রযাত্রা

  • এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাড়ানোর প্রক্রিয়া শুরু

  • ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় যুক্তরাষ্ট্র’

  • ‘নারীবান্ধব শিক্ষানীতির কারণে মেয়েরা পাসের হারে এগিয়ে’