Banglar Unnoyon :: বাংলারউন্নয়ন.নেট

বাড়তি দামে চাল বিক্রি করায় দেড় লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক

বাংলারউন্নয়ন.নেট কম

প্রকাশিত : ০৯:০৮ এএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চালের দুটি পাইকারি দোকানে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার তারাবো বাজারে অভিযান চালানো হয়।

প্রতিষ্ঠান দুটি হলো- মেসার্স শফিকুল রাইস এজেন্সিকে ৫০ হাজার টাকা ও মেসার্স যুগল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অধিদফতরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, চাল বিক্রয়ে প্রতারণার অপরাধে দুটি পাইকারি দোকানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ক্রয় মূল্যের রশিদ দেখাতে না পারা, প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি মূল্যে বিক্রি করা ও মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে মেসার্স শফিকুল রাইস এজেন্সিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা এবং মেসার্স যুগল ট্রেডার্সকে ৩৮ ধারায় ৫০ হাজার টাকা ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।