Banglar Unnoyon :: বাংলারউন্নয়ন.নেট

‘২০২২ সালের শুরুতেই আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ শেষ হবে’

ডেস্ক রিপোর্ট

বাংলারউন্নয়ন.নেট কম

প্রকাশিত : ১২:৩৯ এএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণ কাজ এগিয়ে চলছে। ভারতের অংশের কাজ এগিয়ে গেছে। বাংলাদেশ অংশে কিছু কাজ বাকি আছে। করোনা পরিস্থিতির কারণে কিছুটা দেরি হচ্ছে। আশা করছি, ২০২২ সালের মার্চের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হাইকমিশনার বলেন, সড়কপথ-রেলপথ মজবুত করা এবং নৌপথ ব্যবহারের জন্য দুই দেশের মধ্যে কাজ চলছে। এসব যোগাযোগ ব্যবস্থা চালু হলে দুই দেশই উপকৃত হবে। এতে আমাদের বন্ধুত্ব আরো দৃঢ় হবে।

তিনি আরো বলেন, গত চা রমাসে ভারত-বাংলাদেশের বাণিজ্য বেড়েছে। রেলের মাধ্যমে মালামাল আনা-নেয়া চলছে। বাণিজ্য বাড়াতে এ বন্দরেও বেনাপোল-পেট্রাপোলের মতো সুবিধা বৃদ্ধি করা হবে। করোনা পরিস্থিতির আরো উন্নতি হলে বাংলাদেশের পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়া হবে।

এর আগে, সড়কপথে ঢাকা থেকে আখাউড়া স্থলবন্দরে পৌঁছান ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ওই সময়  তাকে স্বাগত জানান আখাউড়ার ইউএনও রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (কসবা সার্কেল) নাজমুল হাসান, আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ প্রমুখ।