Banglar Unnoyon :: বাংলারউন্নয়ন.নেট

কর্মহীন ও দুস্থদের মাঝে ফরিদপুর জেলা আওয়ামী লীগের খাদ্য বিতরণ

ডেস্ক রিপোর্ট

বাংলারউন্নয়ন.নেট কম

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২১ জুলাই ২০২১ বুধবার

মহামারি করোনাভাইরাস দুর্যোগে কর্মহীন ও দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ খাদ্য বিতরণ কর্মসূচি করোনা প্রাদুর্ভাব কমে না আসা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার দুপুরে ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়, রাজবাড়ী রাস্তার মোড়সহ কয়েকটি স্পটে অসহায় মানুষের মধ্যে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।

এ কর্মসূচির বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের শামসুলবারী শানু, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মঞ্জুর আলী, মহিলা আওয়ামী লীগের আইভি মাসুদ, বাবুল চৌধুরী, জেলা আওয়ামী লীগের ইউসুফ চৌধুরী, ইকবাল হাসান রুবেল, আলমগীর হোসেন বাবু, কাবুল খান, সজিব আহমেদ লিটু প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে।

তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে অতীতে আওয়ামী লীগ যেভাবে কাজ করেছে, এবারও তার ব্যতিক্রম নয়।