Banglar Unnoyon :: বাংলারউন্নয়ন.নেট

৭ বছর পর সিডলেস লেবু যাচ্ছে ইউরোপে, পান যাবে শিগগির

ডেস্ক রিপোর্ট:

বাংলারউন্নয়ন.নেট কম

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার

সাত বছর পর গত সপ্তাহ থেকে আবারও ইউরোপের বাজারে সিডলেস (বিচিহীন) লেবু রফতানি শুরু করেছে বাংলাদেশ। শিগগির পান রফতানির নিষেধাজ্ঞাও উঠে যাবে বলে আশা করছেন রফতানিকারকরা।

বাংলাদেশের এ ধরনের পণ্যের অন্যতম প্রধান রফতানি বাজার ইউরোপ। কিন্তু ২০১৪ সালে সিডলেস লেবু ও পান রফতানিতে নিষেধাজ্ঞা আসে ইইউর র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড (আরএএসএফএফ) নামের খাদ্যের মান নিয়ন্ত্রক সংস্থা থেকে। ওই সময় লেবুতে ক্যাঙ্কার নামে এক ধরনের ব্যাকটেরিয়া ও পানে স্যালমোনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি পেয়ে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এসব নিষেধাজ্ঞার মেয়াদ পর্যায়ক্রমে বেড়ে গত সপ্তাহ পর্যন্ত বন্ধ ছিল লেবু রফতানি। আর পান রফতানি নিষেধাজ্ঞা এখনো রয়েই গেছে।