Banglar Unnoyon :: বাংলারউন্নয়ন.নেট

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা চূড়ান্ত পর্যায়ে

নিউজ ডেস্ক

বাংলারউন্নয়ন.নেট কম

প্রকাশিত : ১২:৫৬ এএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, এমপিওভুক্ত নীতিমালায় নানা ধরনের পরিবর্তন আনা হয়েছে। এজন্য অনেক সময় প্রয়োজন হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে নীতিমালা জারি করা হবে। সে মাসেই অনলাইন আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হবে।

তিনি আরো বলেন, আগের এমপিও নীতিমালায় কিছু অসঙ্গতি ছিল। সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। কর্মকর্তারা কয়েক দফা আলোচনা করে একটি খসড়া তৈরি করেছেন। সেটি চূড়ান্ত করতেও কয়েক দফা সভা হয়েছে। আশা করছি, সংশোধিত নীতিমালা ও জনবল কাঠামোর মাধ্যমে অসঙ্গতি দূর হবে।

চলতি অর্থবছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বাজেট আছে কি-না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা চলতি অর্থবছরে হয়তো সম্ভব নাও হতে পারে। কিন্তু আগামী অর্থবছরের জন্য ওই আবেদন নেয়া হবে।