Banglar Unnoyon :: বাংলারউন্নয়ন.নেট

ভারতের মতো মানসম্পন্ন পেসার আমাদের নেই: নান্নু

ডেস্ক নিউজ

বাংলারউন্নয়ন.নেট কম

প্রকাশিত : ০১:০৬ এএম, ১৭ নভেম্বর ২০১৯ রোববার

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, মানসম্পন্ন পেস বোলার কোথায় যে তিনজন খেলাব। আর ভারত তো তিন পেসার নিয়ে বহু বছর ধরেই খেলে। ওদের মতো মানসম্পন্ন পেসার তো আমাদের নেই।

ভারতের ইন্দোরের হলকার স্টেডিয়ামে সদ্য শেষ হওয়া ইন্দোর টেস্টে পেসরদের বিধ্বংসী বোলিংয়ে ১৫০ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে ভারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ফের ভারতীয় পেসারদের তোপের মুখে পড়ে ২১৩ রানে অলআউট হয় টাইগাররা। ইন্দোর টেস্টে ইনিংস ও ১৩০ রানের বড় ব্যবধানে জয় পায় স্বাগতিক ভারত।

এই টেস্টে দুই ইনিংসে বাংলাদেশের ২০ উইকেটের মধ্যে ১৪টি শিকার করেন ভারতীয় তিন পেসার মোহাম্মদ সামি, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।

ইন্দোরের পেস সহায়ক বাউন্সি উইকেটে দুই পেসার খেলানো প্রসঙ্গে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক বলেন, এখন তো মনে হচ্ছে তিনজন পেস বোলার খেলাতে হতো। সমস্যা হচ্ছে, তিন পেসার খেলালে ব্যাটসম্যান কমে যায়। আমাদের শক্তির জায়গা তো ব্যাটিং। একজন স্পিন অলরাউন্ডার থাকলেও পেস বোলার বাড়াতে পারতাম।