Banglar Unnoyon :: বাংলারউন্নয়ন.নেট

কামরাঙ্গীরচরে দুই ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

ডেস্ক নিউজ

বাংলারউন্নয়ন.নেট কম

প্রকাশিত : ০২:১৫ এএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় একটি মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করে দুই ভুয়া চিকিৎসককে কারাদণ্ড প্রদান করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ৯টা পর্যন্ত কামরাঙ্গীরচর থানার ডে-নাইট মেডিকেল সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই চিকিৎসককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

কারাদণ্ডপ্রাপ্ত দুই ভুয়া চিকিৎসক হলেন- ডে-নাইট মেডিকেল সেন্টারের মালিক ও ভুয়া দন্ত চিকিৎসক ইসমাইল হোসেন। তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

আরেকজন ভুয়া চিকিৎসক মো. সাইফুর রহমান যিনি নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। তাকে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।