Banglar Unnoyon :: বাংলারউন্নয়ন.নেট

চীনা কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানালেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

বাংলারউন্নয়ন.নেট কম

প্রকাশিত : ০২:৫৪ এএম, ২৫ আগস্ট ২০১৯ রোববার

চীনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য নিজ দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।চীনা পণ্যে মার্কিন শুল্কারোপের বিপরীতে চীন মার্কিন পণ্যে পাল্টা সাড়ে ৭ হাজার কোটি ডলারের শুল্কারোপ করায় দেশটির সঙ্গে ব্যবসা বাতিলের আহ্বান জানালেন তিনি।

যুক্তরাষ্ট্র সম্প্রতি ৩ হাজার কোটি ডলার মূল্যের চীনা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করে। জবাবে শুক্রবার চীন সরকারও মার্কিন পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপ করেছে।

শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদফা টুইটার পোস্টে মার্কিন কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, চীনের সঙ্গে বাণিজ্য না করে তাদের পণ্য রপ্তানির জন্য বিকল্প গন্তব্য খুঁজে বের করতে হবে।

টুইট বার্তায় তিনি আরও বলেন, মার্কিন কোম্পানিগুলোকে তাদের পণ্যের ব্যাপারে কৌশল পরিবর্তনের নির্দেশ দিয়েছেন তিনি। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি এবং কবে কিভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে তিনি তা পরিষ্কার করেননি।