Banglar Unnoyon :: বাংলারউন্নয়ন.নেট

‘বিএনপির এমপি জাহিদ বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন’

ডেস্ক রিপোর্ট

বাংলারউন্নয়ন.নেট কম

প্রকাশিত : ০১:১৮ এএম, ২৯ এপ্রিল ২০১৯ সোমবার

ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, যখন কেউ নির্বাচন করার জন্য মনোনিত হন তখন তিনি দলীয় প্রার্থী হন, দলের কাছে তার আনুগত্য থাকে। কিন্তু সেই প্রার্থী যখন জনগণের ভোটে নির্বাচিত হন তখন তিনি জনপ্রতিনিধি, দলীয় প্রতিনিধি নন। নির্বাচিত হওয়ার পর দলীয় সিদ্ধান্তে অটল থেকে যদি তিনি শপথ গ্রহণ না করতেন তাহলে জনগণের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করা হতো।

তিনি আরও বলেন, দলের সিদ্ধান্তের বাইরে শপথ গ্রহণ করলে জনগণের প্রতি তার আনুগত্য থাকে, কিন্তু দলের প্রতি নয়। কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা তো বলেছিলেন, দলের চেয়ে দেশ বড়। দলের চেয়ে দেশ বড় হলে তো সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ নিতেই পারেন।
 
ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, সংসদ সদস্য হলে যে পরিমাণ সুযোগ-সুবিধা পাওয়া যায়, বিএনপির দলীয় সদস্য থাকলে কিছুই পাওয়া যাবে না। এমন বাস্তবভিত্তিক চিন্তা-ভাবনা থেকেই সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ গ্রহণ করেছেন বলে মনে করি আমি। অন্য সংসদ সদস্যরাও ক্রমান্বয়ে শপথ গ্রহণ করবেন বলে আমার ধারণা এবং সেটা করা উচিত বলেও মনে করেন এই ইতিহাসবিদ।