চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে চালু হচ্ছে বে ওয়ান ক্রুজ
ডেস্ক রিপোর্ট

শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে চালু হচ্ছে বিলাসবহুল জাহাজ 'এমভি বে ওয়ান'। আগামী ৮ ডিসেম্বর থেকে সপ্তাহের প্রতি বৃস্পতিবার রাত ১০টায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে কর্ণফুলী ক্রুজলাইনের পাঁচতারকা মানের সাত তলাবিশিষ্ট এই প্রমোদতরীটি সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করবে।
পরদিন শুক্রবার ভোরে সেন্টমার্টিন পৌঁছে একদিন-একরাত অবস্থান করে শনিবার সকাল ১০টায় সেখান থেকে রওনা দিয়ে সন্ধ্যায় চট্টগ্রামে ফিরবে। ১৮০০ আসনের আন্তর্জাতিক মানের নৌ-নিরাপত্তা সম্বলিত জাহাজটিতে প্রত্যেক যাত্রীর নিরাপত্তার জন্য রয়েছে লাইফ জ্যাকেট ও জীবনতরীসহ যাবতীয় নিরাপত্তা সরঞ্জামাদি। বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার সময় সাগরে ঢেউ হলে জাহাজের তলদেশে থাকা দু'পাশের দুটি পাখা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে ভারসাম্য রক্ষা করে। ফলে ঢেউয়ের মুখেও জাহাজ দোলে না।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে পতেঙ্গার ওয়াটার বাস টার্মিনালে অবস্থানরত 'এমভি বে ওয়ানে' আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে কর্ণফুলী ক্রুজলাইন কর্তৃপক্ষ। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এমএ রশিদ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪০০ ফুট দৈর্ঘ্যের সাততলা বিলাসবহুল এই প্রমোদতরীটি সেন্ট্রাল এয়ার কন্ডিশন সুবিধা সম্বলিত। জাহাজে সাধারণ চেয়ার থেকে বিলাসবহুল কেবিন, সিভিট ও রুফটপ বাফেট রেস্তোরাঁসহ একাধিক ট্রেডিশনাল রেস্তোরাঁ, আইসক্রিম ও কফি বার, ব্রান্ডেড শপসহ সব সুবিধা রয়েছে। জাহাজ পরিচালনা ও পর্যটকদের সেবা দেয়ার জন্য ১০০ এর বেশি নাবিক রয়েছেন। সেন্টমার্টিন থেকে যারা চট্টগ্রামে না ফিরে কক্সবাজার যেতে চান, তারা প্রতিষ্ঠানটির 'এমভি কর্ণফুলী এক্সপ্রেস' ও নতুন 'এমভি বারো আউলিয়া'য় চড়ে যেতে পারবেন। সেন্টমার্টিন ক্রুজে চেপে সাগরবক্ষ থেকে গোটা প্রবালদ্বীপ, ছেঁড়াদ্বীপ ও নয়নাভিরাম সূর্যাস্ত দেখারও ব্যবস্থা রয়েছে।
কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এমএ রশিদ বলেন, "আধুনিক সুবিধাসম্বলিত এই জাহাজের একদিনের জ্বালানি খরচ ২৫ লাখ টাকার বেশি। জাহাজটি চালুর পর থেকে ১০-১২ কোটি টাকা লোকসান হয়েছে। একবার বন্ধ করতেও চেয়েছিলাম। কিন্তু নৌ-পরিবহন মন্ত্রী বলেছিলেন, এটি বন্ধ করে দিলে বাংলাদেশে আর কেউ এই জাহাজ চালু করবে না। আমাদের ২ লাখ বর্গ কিলোমিটার সমুদ্র রয়েছে। কিন্তু এদিকে আমরা নজর দিচ্ছি না। অথচ জাপান মাছ রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। আমাদের দেশের জনগণ বাড়ছে। সামনে আরো বাড়বে। আমরা সমুদ্র সম্পদের দিকে নজর না দিলে কঠিন পরিস্থিতি মুখোমুখী হতে হবে। শুধু মৎস নয়, অনেক খাত রয়েছে সমুদ্রের সঙ্গে সম্পৃক্ত।"
উল্লেখ্য, সড়কপথে চট্টগ্রাম থেকে টেকনাফ হয়ে সেখান থেকে নৌপথে সেন্টমার্টিন যেতে প্রায় ২৮২ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। নদীর নাব্যতাসহ বিভিন্ন সংকট মোকাবেলা করে ২০২০ সালে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের প্রতিষ্ঠান কর্ণফুলী ক্রুজলাইনের অধীনে এই রুটে জাহাজ চালু করা হয়। ফলে নদী-সাগরের বিচিত্র রূপ আর মুগ্ধতা উপভোগ করে ২৩৬ কিলোমিটার পথ পাড়ি দিতে কোন ঝাক্কি পোহাতে হয় না।
- বঙ্গবন্ধু রেল সেতুতে ৪৮ নম্বর পিলারের কাজ সম্পন্ন
- পদ্মাসেতু: বিজয়ের মাসেই সম্পন্ন হচ্ছে জয়েন্ট মুভমেন্টের ঢালাই কাজ
- পাথরবিহীন রেললাইন বসানো হচ্ছে
- এবারও ভালো করেছে মেয়েরা
- প্রধানমন্ত্রীর নির্দেশেই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- প্রধানমন্ত্রীর জন্মদিনে পদ্মা সেতু নিয়ে লিখবে শিক্ষার্থীরা
- মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন তারা!
- ১০ টাকায় এনআইডি সেবা পাবে সাধারণ মানুষ!
- বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করছে তুরস্ক-ফিলিপাইনসহ বিশ্বের ৬ দেশ
- সেনাপ্রধানের নির্দেশনা মেনে করোনা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সেনাবাহিনী
- বাস্তবায়নের পথে ব-দ্বীপ স্বপ্ন
- সচিবালয় এলাকায় উপসচিবকে জরিমানা
- ট্রেনে সাড়ে ৩ ঘণ্টায় কলকাতা থেকে পৌঁছানো যাবে ঢাকা
- বিএনপি নেতা ফখরুলের ভিডিও বার্তা নিয়ে বিতর্ক তুমুলে
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অগ্রগতি ৯৯ শতাংশ, উদ্বোধন মার্চে
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য
অক্টোবরে উদ্বোধন হবে শাহজালাল আন্তঃ বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল
১১৬১ কোটি টাকার দুর্নীতি : বিমানের ২৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
স্পিকারের সাথে নর্ডিক রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
জিডিপিতে আমরা মালয়েশিয়া-সিঙ্গাপুরকে পেছনে ফেলেছি : তথ্যমন্ত্রী
বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে আইএমএফ
প্রাথমিক বিদ্যালয়ে আরও সাড়ে ৭ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে
২০২৬ সালেই চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর : নৌ প্রতিমন্ত্রী