২১ বিশেষজ্ঞ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি

দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে কর্মরত ২১জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব (পার-১) সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ অনুযায়ী ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা বেতনক্রমে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।
পদোন্নতি পাওয়া ২১ বিশেষজ্ঞ চিকিৎসক হলেন–
১. ডা. কানিজ ফাতেমা, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। সংযুক্ত: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর।
২. ডা. নাজনীন বেগম, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।
৩. ডা. তানজিনা লতিফ, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৪. ডা. মালা বনিক, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।
৫. ডা. বেগম মাকসুদা ফরিদা আখতার, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।
৬. ডা. শংকর প্রশাদ বিশ্বাস, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), সাতক্ষীরা মেডিকেল কলেজ, সাতক্ষীরা।
৭. ডা. আইরিন পারভীন আলম, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।
৮. ডা. কাশেফা খাতুন, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। (বর্ণিত কর্মকর্তা গাইনোকলোজিক্যাল অনকোলজি পদে কর্মরত)
৯. ডা. নাসরীন আখতার, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।
১০. ডা. আফরোজা গনি, অধ্যাপক (চ.দা.), গাইনি অ্যান্ড অবস্, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।
১১. ডা. সুলতানা আফরোজ, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।
১২. ডা. উৎপলা মজুমদার, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।
১৩. ডা. মেনকা ফেরদৌস, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। সংযুক্ত: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।
১৪. ডা. এসএম সাহিদা, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। সংযুক্ত: মুগদা মেডিকেল কলেজ, ঢাকা।
১৫. ডা. সাহেলা নাজনীন, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা।
১৬. ডা. মোছা. রোকেয়া খাতুন, অধ্যাপক (চ.দা.), গাইনি অ্যান্ড অবস্, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
১৭. ডা. নাজনীন রশিদ শিউলী, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।
১৮. ডা. জোবায়দা সুলতানা, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। সংযুক্ত: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।
১৯. ডা. ইসরাত জাহান, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। সংযুক্ত: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।
২০. ডা. শিরীন আখতার, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা।
২১. ডা. নিলুফার ইয়াসমিন, সহযোগী অধ্যাপক (গাইনি অ্যান্ড অবস্), ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। সংযুক্ত: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।
- দেশের একমাত্র বাসমতি চালের গরুর কাচ্চি বিরিয়ানি
- Coronavirus: What are they and how do I protect myself?
- ব্লক ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে
- ইভারম্যাকটিন, ডক্সিসাইক্লিন ব্যবহারে করোনা মুক্তির হার বেড়েছে
- বর্তমানে মদের চেয়ে বেশি ক্ষতিকারক দুধ!
- করোনার এই সময়ে সুস্থভাবে বাঁচার কৌশল
- বেশিরভাগ করোনা রোগী যে ছয়টি লক্ষণের কথা বলছেন
- মসলা মিশ্রিত হালকা গরম পানিতে উপকৃত হচ্ছেন করোনা রোগীরা
- লক্ষ্মীপুরে ৭ সন্তানের জন্ম দিলেন প্রসূতি মা
- এবার পুরুষের জন্য আসছে জন্মবিরতিকরণ ‘জেল’
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে করোনার ওষুধ হস্তান্তর, মিলবে বিনামূল্যে
- অসুখ তো তার আঙুলে নয়, অসুখটা মনে!
- চিকিৎসা করতে গরিবের পকেট খালি হয়ে যায়: স্বাস্থ্যমন্ত্রী
- আজ ‘বিশ্ব রক্তদাতা দিবস`
- করোনার ওষুধ উৎপাদনে অনুমতি দিল অধিদপ্তর
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী
সারাদেশে ওসিদের বদলির সিদ্ধান্তের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, জাপানে ৪০ সেন্টিমিটারের সুনামি