সবাইকে টিকা নেয়ার আহ্বান অর্থমন্ত্রীর
নিউজ ডেস্ক

সবাইকে করোনাভাইরাসের টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।
টিকা নিয়েছেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি গতকাল টিকা নিয়েছি। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হামপাতাল কেন্দ্র থেকে টিকা নিয়েছি। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। কোনো কিছুই দেখিনি আমি। কোনো অসুবিধা হয়নি। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, তখন টিকা নিয়েছিলাম, সেসময় জ্বর আসত। তবে এই টিকা নেয়ার পর ব্যথাও হয়নি, জ্বরও আসেনি। সবাই মেহেরবানি করে টিকা নেবেন।’
অর্থমন্ত্রী বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনেও বলেছেন যে, আমি মানুষকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী থেকে। তারপর আমি তাদের ছোট ছোট গোত্রে বিভক্ত করে দিয়েছি। যাতে তারা একে অপরকে চিনতে পারে এবং একে অপরের সাহায্যে আসতে পারে। অনেকে এখন চিন্তা করেন, আমি কখনো করোনায় আক্রান্ত হবো না। সুতরাং আমার টিকা নেয়ার দরকার নেই। আমি যে টিকা নিলাম, এর ফলে আমার উপকার হবে আশা করি, ঠিক তেমনিভাবে আমি প্রত্যাশা করি আমার এই টিকা দেয়ার কারণে আমি অন্য কাউকে আক্রান্ত করব না। কারণ ভাইরাসটি মানুষ দ্বারা একজন থেকে আরেকজনের মধ্যে যায়।’
‘আমরা যদি সবাই টিকা নিয়ে নেই, তাহলে কারো মধ্যে ভাইরাস ছড়াতে পারবে না। সেজন্য আমার অনুরোধ, সবাই মেহেরবানি করে টিকা নেবেন, সবাই টিকা নিয়ে নেন। সব দেশেই টিকা নিচ্ছে। সারাবিশ্ব টিকা নিচ্ছে আমরা নেব না কেন?’
তিনি বলেন, ‘আমাদের কাজ হলো, সবাইকে বোঝানো যে এটা নেয়া প্রায়োজন। এটার প্রয়োজনীয়তা যখন তারা বুঝবে সবাই নিশ্চয়ই টিকা নিতে আসবে। সুতরাং আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে তারা এটা আরো ভালো বুঝতে পারবে। সেজন্য আমাদের টিকা নিয়ে বোঝাতে হবে। সবাইকে বোঝাতে হবে যে, টিকা নেয়া উচিত।’
ভার্চুয়াল থেকে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক সরাসরি কবে থেকে শুরু হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘অবশ্যই সবাই যদি টিকা নেন, আমার সঙ্গে যারা থাকেন, তারা টিকা নিলে আমরা সরাসরি কাজ করব।’
- মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’ এর বিশেষ ক্যাম্পেইন, হতে পারেন লাখপতি
- পুনরুদ্ধারের পথে দেশের অর্থনীতি
- মধুমতি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু
- একাই লড়ছে সরকার, অন্যরা হাত গুটিয়ে
- ভারত ও নেপালে রফতানি হবে বিদ্যুত
- আজ ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ও ১৩টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- জাতীয় পাট দিবস পালিত হবে ৬ মার্চ
- ৫ বছরে ই-কর্মাস ব্যবসার প্রবৃদ্ধি ৩০ গুণ
- কৃষিতে বিশ্বের বিস্ময় বাংলাদেশ
- ভাইরাস প্রতিরোধক কাপড় তৈরি করছে বাংলাদেশ
- বিনিয়োগ আকর্ষণে এগিয়েছে বাংলাদেশ
- তৈরি পোশাক রপ্তানিতে ২য় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ
- সুদমুক্ত ক্ষুদ্রঋণ খাতে বরাদ্দ সাড়ে ৬৪ কোটি
- চাল উৎপাদনে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে তৃতীয় হতে যাচ্ছে বাংলাদশ
- জিডিপি প্রবৃদ্ধিতে দক্ষিণ এশিয়ায় এগিয়ে বাংলাদেশ: আইএমএফ
মুজিববর্ষে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার চার রাষ্ট্র ও সরকার প্রধান
৭ মার্চের ভাষণ প্রকৃত অর্থেই স্বাধীনতার ঘোষণা: প্রধানমন্ত্রী
৭ মার্চের ভাষণ সারাবিশ্বে স্বাধীনতার বক্তব্যের একমাত্র প্রামাণ্য