শ্রীমঙ্গলে মুজিববর্ষে স্বপ্নের ঠিকানায় গৃহহীন ৩০০ পরিবার
নিউজ ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে স্বপ্নের ঠিকানা পেয়েছেন ভূমিহীন ও গৃহহীন ৩০০ পরিবার। ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগানে সরকারি খাস জমিতে তাদের জন্য ৩০০ ঘর নির্মাণ করে দিয়েছে সরকার।
শনিবার (২৩ জানুয়ারি) উপজেলার বেগুনবাড়ী, মহাজিরাবাদ,রাধানগর ও মির্জাপুর এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর বিতরণের অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রথম দফায় শনিবার সকালে ১০০ গৃহহীন পরিবারকে তাদের ঘর বুঝিয়ে দেয়া হয়। বাকি ২০০ ঘর নির্মাণ কাজ শেষে বুঝিয়ে দেয়া হবে।
আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার আশিদ্রোন, শ্রীমঙ্গল সদর, ভূনবীর ও মির্জাপুর ইউনিয়নে সরকারি খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি ঘর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। ৪৩৫ বর্গফুটের প্রতিটি ঘরে রয়েছে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর, বাথরুম ও নামাজের জায়গাসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে।
নির্মিত ১০০ ঘর ও আশপাশের জমি মিলিয়ে দুই শতক ভূমি দলিলসহ হস্থান্তর করা হয় উপকারভোগী প্রতিটি পরিবারের মধ্যে। এই প্রকল্প কাজ বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সঙ্গে শনিবার সকালে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি খাস জমিতে ৫ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা ১০০টি ঘর গৃহহীনদের দেয়া হয়। বাকি ২০০টি ঘর নির্মাণের কাজ চলছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, আমরা কাজের মান ঠিক রাখতে সার্বক্ষণিক তদারকি করছি। ঘর প্রদানের জন্য উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রেও আমরা সঠিকভাবে যাচাই-বাছাই করেছি। যারা প্রকৃত ভূমিহীন তারাই এই সুবিধার আওতায় এসেছেন বলে জানান তিনি।
- বন্ধুদের সঙ্গে কক্সবাজারে, ইয়াবা সেবনে ঢাকার ছাত্রীর মৃত্যু
- নৌকাকে বিজয়ী করতে ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে: গোলাম রাব্বানী
- জান্নাতির পরিবারের নুসরাতের মতো ‘সৌভাগ্য’ নেই
- মহেশখালীর পৌর মেয়রের বিরুদ্ধে প্যারাবন দখলের অভিযোগ
- আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে পতেঙ্গা সৈকত
- অসীম কুমার উকিলের পূজা মণ্ডপ পরিদর্শন
- চরভদ্রাসনে পণ্ড হলো ১৪৪ ধারা
- কিশোরগঞ্জে এমপির হুঁশিয়ারিতে বদলে গেল হাসপাতাল!
- পদ্মা সেতু প্রধানমন্ত্রীর একক সাহসী নেতৃত্বের সোনালী ফসল: কাদের
- একই পরিবারের তিনজন পেয়েছে আ. লীগের মনোনয়ন
- বান্দরবানে সংবর্ধনায় উপজেলা চেয়ারম্যানের যৌন হয়রানি!
- শখের মোটরসাইকেল বিক্রি করে অসহায়দের পাশে ছাত্রলীগ কর্মী
- চবিতে ছাত্রলীগের বীর প্রতীক তারামন বিবি হল ঘোষণা
- কথা রাখলেন `শেখের বেটি` শেখ হাসিনা
- চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়ক
মুশতাকের মৃত্যু
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ সদস্যের তদন্ত কমিটি
উন্নয়নশীল দেশে উত্তরণের অর্জন নতুন প্রজন্মের : প্রধানমন্ত্রী
পিরোজপুরে পল্লী অবকাঠামো উন্নয়নে সরকারের ৬শ কোটি টাকার প্রকল্প
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ : প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ
উন্নয়নশীল দেশে উত্তরণ: শনিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী