মাধ্যমিকের সাড়ে ৫ হাজার শিক্ষক পাচ্ছেন পদোন্নতি: শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক

মাধ্যমিক পর্যায়ে সাড়ে পাঁচ হাজার শিক্ষক পাচ্ছেন পদোন্নতি। এজন্য তাদের পদোন্নতির তালিকাও তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশে কর্মরত ১৫টি শীর্ষস্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত ‘নিরাপদ ইশকুলে ফিরি’ শীর্ষক ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘জ্যেষ্ঠতার ভিত্তিতে ধাপে ধাপে সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে। প্রথম ধাপে সাড়ে পাঁচ হাজার শিক্ষককে এই পদোন্নতি দেওয়া হবে। পদোন্নতির এই ধারা নিয়মিত করা হবে।’
দীপু মনি বলেন, ‘আমাদের স্কুল-কলেজে সিনিয়র শিক্ষকদের জন্য আলাদা কোনো পদ ছিল না। এই সরকার সিনিয়র পদ সৃষ্টি করেছে। আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষকের সংখ্যা পাঁচ লাখ ৭৫ হাজার ৪৩০ জন। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে তাদের মোট জনসংখ্যা এর চেয়ে কম। আমরা সবসময় শিক্ষকদের সুবিধা-অসুবিধা বিবেচনা করে নীতি নির্ধারণ করি।’
তিনি বলেন, ‘আমাদের দেশে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা এক কোটি পাঁচ লাখ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী আছে ৪০ লাখ ৮৫ হাজার ২৯১ জন। পৃথিবীর খুব কম দেশ পাওয়া যাবে যেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় পাঁচ মিলিয়ন শিক্ষার্থী আছে। বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকও রয়েছেন ১৫ হাজার ৫২৪ জন। এরাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
অনুষ্ঠান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, ইউনিসেফের বাংলাদেশের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ভিরা মেনডোকা, কানাডা হাইকমিশনের গেড অব এইড ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স ফেন্দ্রা মুন মরিস উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেনসের কান্ট্রি ডিরেক্টর ভ্যান মানেন।
- এবার উপবৃত্তির সঙ্গে পোশাক কেনার টাকাও পাচ্ছে শিক্ষার্থীরা
- শিক্ষাগত যোগ্যতায় হবে প্রাইমারি স্কুলের কমিটি
- কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে
- দেশে আরো চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ভিকারুননিসার অধ্যক্ষ বহিষ্কার
- শিক্ষার্থীরা এবার পাবে বিনামূল্যে জামা-জুতা
- ডাকসুর ভিপি শোভন, জিএস পদে রাব্বানীকে ছাত্রলীগের মনোনয়ন!
- ভিকারুননিসার ছাত্রীর আত্মহত্যা, শ্রেণি শিক্ষক গ্রেপ্তার
- ছাত্রলীগের দাবির মুখে ঢাবির ‘ডি-ইউনিট’র ভর্তি পরীক্ষা বাতিল
- ৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল ও কলেজ
- প্রতি বিভাগে ডিজিটাল বিশ্ববিদ্যালয় হবে: প্রধানমন্ত্রী
- সেই প্রধান শিক্ষকের শোকজের জবাবে অসন্তোষ শিক্ষা অফিস
- ভিকারুননিসার প্রভাতী শাখার প্রধান বরখাস্ত
- প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে ৫৬০০ শিক্ষক নিয়োগ পাবে
- প্রাথমিক শিক্ষকদের স্বামীর কাছে বদলির নীতিমালা জারি
বায়োটেক প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ: আইসিটি প্রতি
প্রেস ক্লাবে চরম ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে স্বাস্থ্য বিমা আরো ব্যাপকভাবে চালু করা উচিত: প্রধানমন্ত্রী