ভাড়াটেরা ভাড়া না দেয়ায় নিউইয়র্কে বাড়ীতে আগুন দিল মালিক
নিউজ ডেস্ক

নিউইয়র্ক সিটির ওজনপার্ক এলাকার একটি বাড়ীতে ভাড়াটিয়ারা ভাড়া না দেয়ায় ক্ষুব্ধ বাড়ীর মালিক নিজেই ওই বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার হয়েছেন। অভিযুক্তের নাম রফিকুল ইসলাম। তার বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগের পাশাপাশি হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
কেননা, ঘটনার সময় ওই বাড়ীতে দু’জন প্রাপ্তবয়স্ক এবং ৬ শিশু ছিল। যদিও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের তড়িৎ ব্যবস্থায় অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনটি নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ব্রুকলীনের ওজনপার্ক এলাকার ফরবেল স্ট্রীটে গত ৩ নভেম্বর শুক্রবার এ ঘটনা ঘটে। দুই ফ্যামিলিবিশিষ্ট বাড়ীর দ্বিতীয় তলার ভাড়াটিয়া বিগত ২ বছর ধরে ভাড়া দিচ্ছিলেন না এবং বাড়ি থেকে যেতে বা বাড়িটি ছেড়ে দিতে অস্বীকার করে আসছিলেন। এতে বাড়ীর মালিক রফিকুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ওজনপার্কের ওই বাসার ভেতরের সিঁড়িতে আগুন ধরিয়ে দেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নিকাণ্ডের সময় বাড়িতে দুজন প্রাপ্তবয়স্ক এবং ৬ শিশু ছিল।
সিটি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা সবাই বাড়ি থেকে পালিয়েছে। অভিযুক্ত রফিকুল ইসলামের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগের পাশাপাশি হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, সাম্প্রতিককালে নিউইয়র্ক সিটির বিভিন্ন এলকায় ভাড়াটিয়া কর্তৃক বাসা বা বাড়ির ভাড়া পরিশোধ না করার প্রবণতা লক্ষণীয়। বিশেষ করে বিগত করোনাকালে সময় থেকে বাসা ভাড়া না দিয়ে আইনের আশ্রয় নিয়ে অনেক ভাড়াটিয়া বাসা বা বাড়ী ভাড়া দেননি। ফলে অনেক বাসা-বাড়ির মালিক বিপদে পড়েন এবং আইনের আশ্রয় নিতে বাধ্য হন। সেক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা দেখা দেয়। বৃদ্ধি পায় বাসা-বাড়ীর মালিক আর ভাড়াটিয়াদের মধ্যকার দ্বন্দ্ব, আর সম্পর্কের দূরত্ব।
- নিউইয়র্কের সর্বোচ্চ সম্মাননা পেলেন বিশ্বের সবচেয়ে খুদে বিজ্ঞানী
- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে স্মারক ডাকচিহ্ন
- লেসথোতে বাংলাদেশি নারী উদ্যোক্তা
- প্রধানমন্ত্রী রিয়াদ পৌঁছেছেন
- নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- বঙ্গবন্ধুর জাতিসংঘে বাংলায় ভাষণের দিনকে ‘ইমিগ্র্যান্ট ডে’ ঘোষণা
- পোল্যান্ডে নির্বাচনে কাউন্সিলর পদে প্রথম বাংলাদেশি জয়ী
- যুক্তরাষ্ট্র পুলিশে উচ্চপদে আমাদের আবদুল্লাহ!
- বাংলাদেশি শেখ রহমান মার্কিন সিনেট সদস্য নির্বাচিত
- জার্মানির বইমেলায় দৃষ্টি কেড়েছে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’
- হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের
- নিউইয়র্কে হিরের আংটি ফেরত দিলেন বাংলাদেশি রাজু
- ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে উন্নয়ন মেলা
- ছেলে সন্তানের মা হলেন টিউলিপ
- মালিতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্য
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী
সারাদেশে ওসিদের বদলির সিদ্ধান্তের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, জাপানে ৪০ সেন্টিমিটারের সুনামি