ব্রোকলি চাষে নতুন সম্ভাবনা জাগিয়েছে কৃষকরা
নিউজ ডেস্ক

সাতক্ষীরার তালায় এ বছরও নতুন জাতের শীতকালীন সবজি ব্রোকলি চাষ হচ্ছে। ব্রোকলি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। ব্রোকলি আকারে ফুলকপির মত হলেও ফুলগুলো সাদার পরিবর্তে পাতার রঙের মত সবুজ। স্বাদে ও গুণে অসাধারণ।
প্রতি পিস ব্রোকলি ওজনে ৭শ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত হয়। বর্তমানে বাজারে প্রতি পিস ব্রোকলি ১৫ থেকে ২০ টাকা করে বিক্রি হচ্ছে। এ বছর ফলনও বেশ ভালো হয়েছে। তালা উপজেলার পাটকেলঘাটা, নগরঘাটা, মিঠাবাড়ী, আলিপুর, ধানদিয়া, কৃষ্ণনগর, কাটাখালী ও ফুলবাড়ি গ্রামে এ বছর কৃষকরা এই সবজির চাষ করেছে।
সাধারণ ফুলকপির চেয়ে আবাদে খরচ কম আবার বেশি দামে বিক্রি হওয়ায় এ নতুন সবজি চাষে ঝুঁকছেন এলাকার কৃষকরা।
আলিপুর গ্রামের কৃষক বিজন কুমার জানান, স্থানীয় বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার মাধ্যমে ব্রোকলি বীজ সংগ্রহ করে ৮ শতক জমিতে ব্রোকলি রোপণ করেছি। এতে খরচ হয়েছে ৬ হাজার টাকা। ইতোমধ্যে ২৫ হাজার টাকার ব্রোকলি বিক্রি হয়েছে। প্রতি পিচ ৩ থেকে ৪শ গ্রামের ব্রোকলি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে বলে তিনি জানান।
পার্শ্ববর্তী ধানদিয়া গ্রামের কৃষক মাসুদ হোসেন বলেন, প্রথমে নতুন জাতের সবজি চাষ করতে সাহস হচ্ছিল না এবছর চাষ করে ভাল লাভ হয়েছে। নতুন জাতের সবজি হওয়ায় বাজারে চাহিদা কিছুটা কম থাকলেও অনেকেই খেতে এসে ব্রোকলি কিনছেন।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, ইউরোপিয়ান ফসল বারবারা জাতের ব্রোকলি সাতক্ষীরা জেলায় এবার তৃতীয়বার চাষ হচ্ছে। এ সবজি চাষ করে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়।
এছাড়া এতে অধিক পরিমাণ পুষ্টিগুণ রয়েছে যা ফুলকপির চেয়ে অনেকগুণ বেশি। এতে ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন কে পাওয়া যায়। সাদা ফুলকপিতে ভিটামিন এ নাই। ব্রোকলিতে ভিটামিন এ থাকায় এ সবজি খেলে চোখের দৃষ্টি শক্তি বাড়ে বলে তিনি জানান।
- প্রশিক্ষণেই চাকরির সুযোগ দিচ্ছে ‘ফিফোটেক’
- ‘জয় বাংলা-জিতবে এবার নৌকা’ শীর্ষক জয়গানের বর্ষপূর্তি আজ
- প্রাথমিকের শিক্ষার্থীদের ২ হাজার টাকা ভাতা দেবে সরকার
- চীন-জাপানে ‘সাফল্য’ পাওয়া করোনার ওষুধ তৈরি করল বাংলাদেশ
- চরসিন্ধুরে শীতলক্ষ্যা নদীতে চলতি মাসে সেতু উদ্বোধন
- বর্তমানে প্রায় ৯৮ ভাগ শিশু স্কুলে যায়
- প্রধানমন্ত্রীর প্রস্তাব জাতিসংঘে গৃহীত
- দেশে গড়ে উঠবে ৬২৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানঃ শিক্ষা উপমন্ত্রী
- তন্ময়ের মিছিলে জনসমুদ্র
- জয় বাংলা-জিতবে এবার নৌকা: দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার গান
- একজন অভিনেত্রী মা হবার খবর দিলেন এভাবে!
- অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসনে আশ্রয়ণ প্রকল্পের অবদান
- ২০৩০ সালের মধ্যে ৫ মেট্রোরেল চলবে ঢাকায়
- ডিএসসিসির কাউন্সিলর ওমর আজিজের জনপ্রিয়তার আদ্যোপান্ত
- ২০৪১ সালের আগেই দেশ উন্নত হবে: শিক্ষামন্ত্রী
মুজিববর্ষে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার চার রাষ্ট্র ও সরকার প্রধান
৭ মার্চের ভাষণ প্রকৃত অর্থেই স্বাধীনতার ঘোষণা: প্রধানমন্ত্রী
৭ মার্চের ভাষণ সারাবিশ্বে স্বাধীনতার বক্তব্যের একমাত্র প্রামাণ্য