বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি চিকিৎসায় বহির্বিশ্বে বাংলাদেশের

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বিশ্বমানের চিকিৎসাসেবা প্রদান করে বহির্বিশ্বে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
স্বাস্থ্য কূটনীতির মাধ্যমে ভুটানে মানবসেবার অনন্য নজির স্থাপন করেছেন বাংলাদেশের চিকিৎসকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার নির্দেশনায় ভুটানের থিম্পুতে আয়োজন করা হয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি ক্যাম্প।
এ উপলক্ষে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১২ জন চিকিত্সক ভুটানের জিগমে দর্জি ওয়াংচুক ন্যাশনাল রেফারেল হাসপাতালে বিশেষ সার্জারি ক্যাম্প পরিচালনা করেন। নেতৃত্ব দেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
ভুটানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণেই এই প্রতিনিধিদলটি গিয়েছিল। গত ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এই ক্যাম্প পরিচালিত হয়। এ সময় বাংলাদেশের চিকিৎসক প্রতিনিধিদল ১৬টি জটিল অপারেশন সম্পন্ন করেন। প্রত্যেক রোগীই সুস্থ রয়েছেন।
এছাড়া ঠোঁট কাটা, তালু কাটা ও পোড়া রোগীদের প্লাস্টিক সার্জারি করা হয়েছে। বাংলাদেশি চিকিৎসকদের এই চিকিৎসাসেবার ভূয়সী প্রশংসা করেছেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী। সেই সঙ্গে শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের মতো এত বড় হাসপাতাল দেখে সে দেশের প্রধানমন্ত্রী অভিভূত। ভবিষ্যতে ভুটানে একটি বার্ন ইউনিট প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশে প্রতি বছর আগুনে দগ্ধ হয় ১০ লাখ মানুষ। এসব রোগীর ৯৮ ভাগেরই প্লাস্টিক সার্জারির প্রয়োজন হয়। ২০১৮ সালের ২৪ অক্টোবর ৫০০ বেডের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট উদ্বোধন করা হয়। পূর্ণাঙ্গ এই হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরীক্ষার সর্বোত্তম মান নিশ্চিত করতে অত্যাধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। বিদেশে একজন পোড়া রোগীর প্লাস্টিক সার্জারি করতে ১০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়।
এদিকে সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আদলে আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। বিশ্বের কোথাও নিউরোর এত বড় স্পেশালাইজড হাসপাতাল নেই। আর শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটটি এ জাতীয় ইনস্টিটিউটের মধ্যে বিশ্বে সর্ববৃহৎ।
এছাড়া মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটটিও বিশ্বমানের বৃহৎ একটি বিশেষায়িত হাসপাতাল। চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, ইএনটি ইনস্টিটিউটও আন্তর্জাতিক মানের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ হাজার বেডের সুপার স্পেশালাইডজ হাসপাতালের নির্মাণকাজ চলছে।
- দেশের একমাত্র বাসমতি চালের গরুর কাচ্চি বিরিয়ানি
- Coronavirus: What are they and how do I protect myself?
- ব্লক ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে
- ইভারম্যাকটিন, ডক্সিসাইক্লিন ব্যবহারে করোনা মুক্তির হার বেড়েছে
- বর্তমানে মদের চেয়ে বেশি ক্ষতিকারক দুধ!
- করোনার এই সময়ে সুস্থভাবে বাঁচার কৌশল
- বেশিরভাগ করোনা রোগী যে ছয়টি লক্ষণের কথা বলছেন
- মসলা মিশ্রিত হালকা গরম পানিতে উপকৃত হচ্ছেন করোনা রোগীরা
- লক্ষ্মীপুরে ৭ সন্তানের জন্ম দিলেন প্রসূতি মা
- এবার পুরুষের জন্য আসছে জন্মবিরতিকরণ ‘জেল’
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে করোনার ওষুধ হস্তান্তর, মিলবে বিনামূল্যে
- অসুখ তো তার আঙুলে নয়, অসুখটা মনে!
- চিকিৎসা করতে গরিবের পকেট খালি হয়ে যায়: স্বাস্থ্যমন্ত্রী
- আজ ‘বিশ্ব রক্তদাতা দিবস`
- করোনার ওষুধ উৎপাদনে অনুমতি দিল অধিদপ্তর
তালিকা করে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের গ্রেপ্তারের নির্দেশ
প্রধানমন্ত্রীর কাছে ক্লাইমেট অ্যাওয়ার্ড হস্তান্তর তথ্যমন্ত্রীর
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী