বাঘাইড়ে ভাগ্য বদল ওয়ালিউরের
নিউজ ডেস্ক

দুই সপ্তাহ আগে ১৮ কেজি ওজনের একটি বাঘাইড়সহ ৭৬ কেজি ওজনের পাঁচটি বাঘাইড় মাছ ধরে ৬৪ হাজার টাকায় বিক্রি করেছিলেন জেলে ওয়ালিউর। এবার তার জালে ধরা পড়েছে ৪০ কেজি ওজনের আরো একটি বাঘাইড় মাছ।
রোববার সকালে রাজশাহী বাঘার চকরাজাপুর সংলগ্ন পদ্মায় ওয়ালিউরের জালে ধরা পড়ে ৪০ কেজি ওজনের বাঘাইড় মাছটি। স্থানীয় ব্যাপারীর কাছে ৮৫০ টাকা কেজি হিসেবে এই মাছটি বিক্রি করেছেন ৩৪ হাজার টাকায়। ঢাকায় বিক্রির জন্য মাছটি কিনেছেন চকরাজাপুর গ্রামের পাইকার করম আলী বেপারী।
অসময়ে পদ্মায় বড় আকৃতির মোট ৬টি বাঘাইড় মাছ পেয়ে বেজায় খুশি জেলে ওয়ালিউর। দুই সপ্তাহে তার জালে আটকে পড়া ওই মাছগুলো বিক্রি করেছেন ৯৮ হাজার টাকায়। জেলে ওয়ালিউরের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়ের কালিদাশখালি গ্রামে।
তিনি জানান, দুই সপ্তাহ আগেও এ পদ্মায় সর্বমোট ৫টি বাঘাইড় মাছ পেয়েছিলেন। যার ওজন ছিল ৭৬ কেজি। পাইকারের কাছে বিক্রি করেছিলেন প্রতিকেজি সাড়ে ৮০০ টাকা হিসেবে। সব মিলে দুই সপ্তাহে তার জালে ধরা পড়া ৬টি মাছ বিক্রি হয়েছে ৯৮ হাজার টাকার। এতে সচ্ছলতা ফিরেছে তার সংসারে।
ওয়ালিউর রহমান বলেন, এই মৌসুমে ইলিশের তেমন দেখা মেলেনি। তবে অসময়ে বাঘাইড় মাছ পেয়েছি। ভালো দামে মাছ বিক্রি করতে পেরেছি।
পাইকার করম আলী বেপারী বলেন, অসময়ে এত বড় বাঘাইড় ধরা পড়ায় এগুলো দেখতে ভিড় করেছেন অনেকেই। তাই দ্রুত ঢাকায় পাঠিয়ে দিয়েছি। ইউপি চেয়ারম্যান আজিজুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, বড় মাছ পাওয়ার কারণে জাটকা ধরার প্রবণতা কমে গেছে। উপজেলায় জেলে আছে ১ হাজার ৩০৭ জন। এর মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা ৮৮৫।
- এবারও ভালো করেছে মেয়েরা
- প্রধানমন্ত্রীর নির্দেশেই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন তারা!
- সচিবালয় এলাকায় উপসচিবকে জরিমানা
- সেনাপ্রধানের নির্দেশনা মেনে করোনা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সেনাবাহিনী
- বিএনপি নেতা ফখরুলের ভিডিও বার্তা নিয়ে বিতর্ক তুমুলে
- বাস্তবায়নের পথে ব-দ্বীপ স্বপ্ন
- ১০ টাকায় এনআইডি সেবা পাবে সাধারণ মানুষ!
- ব্রডব্যান্ড ইন্টারনেটে ৫ শতাংশ ভ্যাট কমলো
- বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করছে তুরস্ক-ফিলিপাইনসহ বিশ্বের ৬ দেশ
- রিপ্লাই দিয়ে মন্ত্রী সেই সমস্যার সমাধান করলেন ১ মিনিটে
- সবচেয়ে ‘বেশি ঠাণ্ডা’ পড়ছে রাজধানীতে
- ফেসবুকে কমেন্ট করলেই পেয়ে যাবেন একুশের প্রোফাইল পিকচার!
- দেশে বিমান তৈরি শুরু হবে ২০২১ সালে
- আবারো প্রধানমন্ত্রীর এপিএস হলেন আশরাফ সিদ্দিকী
মুজিববর্ষে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার চার রাষ্ট্র ও সরকার প্রধান
৭ মার্চের ভাষণ প্রকৃত অর্থেই স্বাধীনতার ঘোষণা: প্রধানমন্ত্রী
৭ মার্চের ভাষণ সারাবিশ্বে স্বাধীনতার বক্তব্যের একমাত্র প্রামাণ্য