নারী পুলিশকে আরও স্মার্ট করেছে স্কুটি
নিউজ ডেস্ক

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ সংলগ্ন খোলা মাঠে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় তিনজন নারীকে লেকের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের দুজনের সামনে দুটি স্কুটি (মোটরবাইক)। স্কুটির সামনে-পেছনে পুলিশ লেখা স্টিকার। অ্যাম্বুলেন্সের হর্নসদৃশ হর্ন লাগানো স্কুটিতে।
এ দুজনের সামনে দাঁড়িয়ে থাকা তৃতীয় নারী স্কুটিতে বসে থাকা দুজনকে কীভাবে স্কুটি চালাতে হয় সে সম্পর্কে নির্দেশনা দিচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শেখার মতো দুজন নারীকে স্কুটি নিয়ে মাঠ প্রদক্ষিণ করতে দেখা যায়। কখনো স্কুটির স্টার্ট বন্ধ হয়ে গেলে প্রশিক্ষক নারী ছুটে যাচ্ছিলেন। কিছুক্ষণ হাসি, গল্প ও খুনসুটি করে আবার স্কুটি চালাতে থাকেন প্রশিক্ষণার্থী দুজন নারী।
কৌতূহলবশত সামনে এগিয়ে তাদের নাম-পরিচয় জানতে চাইলে প্রথমে কিছুটা ইতস্তত করলেও পরে গণমাধ্যম পরিচয় শুনে জানান, তারা তিনজন পুলিশের উপ-পরিদর্শক এবং ব্যাচমেট। বর্তমানে স্পেশাল ব্রাঞ্চে কর্মরত। প্রায় দুই যুগের চাকরি জীবনে অনেক সুখ-দুঃখের স্মৃতি তাদের।
রোজি নামের উপ-পরিদর্শক যিনি দুজনকে স্কুটি চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন তিনি এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানান, সরকারিভাবে তাদের যাতায়াতের জন্য স্কুটি বরাদ্দ দেয়া হয়েছে। তিনি আগে থেকেই স্কুটি চালাতে জানেন এবং দুই বছর ধরে স্কুটি চালিয়ে স্বাচ্ছন্দ্যে ও কম সময়ে কর্মস্থলে যেতে পারছেন। দুদিন ধরে সহকর্মী ও ব্যাচমেট এই দুজনকে তিনি স্কুটি চালাতে সহযোগিতা ও পরামর্শ দিতে সঙ্গে আসছেন।
রোজি বলেন, নারী পুলিশ কর্মকর্তাদের যাতায়াতের সুবিধার জন্য স্কুটি সুবিধা দেয়া তাদের আরও বেশি স্মার্ট করে তুলেছে। পুলিশ বাহিনীতে এমনিতেই যানবাহনের স্বল্পতা রয়েছে। তাছাড়া যানজটের এ শহরে স্কুটি বরাদ্দ পাওয়ায় তার যাতায়াত করায় সময় ও অর্থ দুটোই বাঁচছে।
মাহফুজা নামের উপ-পরিদর্শক জানান, স্কুটি বরাদ্দ পাওয়ায় তিনি খুবই খুশি। তাকে প্রায়ই ভিভিআইপিদের ডিউটি করতে হয়। তাই অনেক সময় পুলিশের অন্য যানবাহন নিয়ে সময়মতো পৌঁছতে কষ্ট হতো। কিন্তু এখন তিনি সহজেই কর্মস্থলে যেতে পারবেন বলে আশা ব্যক্ত করেন।
জেবুন্নাহার জেসমিন নামে আরেকজন উপ-পরিদর্শক বলেন, তিনি মোটরবাইক বরাদ্দ পেলেও চালাতে পারেন না। কিন্তু তিনি এটি চালিয়ে একা একা বাসায় ফিরতে চান। তাই ব্যাচমেট দুজনের সঙ্গে এসে চালানো শিখছেন। এ জন্য তারা বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, সারাদেশে পাঁচ শতাধিক নারী পুলিশকে এসব স্কুটি সরবরাহ করা হয়েছে। তাদের বেশিরভাগই বরাদ্দকৃত স্কুটিতে চলাফেরা করেন।
- এবারও ভালো করেছে মেয়েরা
- প্রধানমন্ত্রীর নির্দেশেই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন তারা!
- সচিবালয় এলাকায় উপসচিবকে জরিমানা
- সেনাপ্রধানের নির্দেশনা মেনে করোনা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সেনাবাহিনী
- বিএনপি নেতা ফখরুলের ভিডিও বার্তা নিয়ে বিতর্ক তুমুলে
- বাস্তবায়নের পথে ব-দ্বীপ স্বপ্ন
- ১০ টাকায় এনআইডি সেবা পাবে সাধারণ মানুষ!
- ব্রডব্যান্ড ইন্টারনেটে ৫ শতাংশ ভ্যাট কমলো
- বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করছে তুরস্ক-ফিলিপাইনসহ বিশ্বের ৬ দেশ
- রিপ্লাই দিয়ে মন্ত্রী সেই সমস্যার সমাধান করলেন ১ মিনিটে
- সবচেয়ে ‘বেশি ঠাণ্ডা’ পড়ছে রাজধানীতে
- ফেসবুকে কমেন্ট করলেই পেয়ে যাবেন একুশের প্রোফাইল পিকচার!
- দেশে বিমান তৈরি শুরু হবে ২০২১ সালে
- আবারো প্রধানমন্ত্রীর এপিএস হলেন আশরাফ সিদ্দিকী
মুশতাকের মৃত্যু
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ সদস্যের তদন্ত কমিটি
উন্নয়নশীল দেশে উত্তরণের অর্জন নতুন প্রজন্মের : প্রধানমন্ত্রী
পিরোজপুরে পল্লী অবকাঠামো উন্নয়নে সরকারের ৬শ কোটি টাকার প্রকল্প
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ : প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ
উন্নয়নশীল দেশে উত্তরণ: শনিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী