দেশে বিমান তৈরি শুরু হবে ২০২১ সালে
নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এএইচএম ফজলুল হক জানিয়েছেন, ২০২১ সালে বাংলাদেশে বিমান তৈরি কাজ শুরু হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত এক ওয়েব কনফারেন্সে তিনি এ কথা জানান।
কনফারেন্সে ভিসি বলেন, আমরা আশা করছি ২০২১ সালেই বাংলাদেশে বিমান তৈরির কাজ শুরু করতে পারবো। বাইরের কিছু কোম্পানি যারা বিশ্বমানের এয়ার ক্রাফট তৈরি করে তাদের সহযোগিতায় বিমান তৈরির উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এখানে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থানের সুযোগ হবে। আমরা চাই না বিদেশ থেকে লোক এসে আমাদের এই কাজগুলো করুক। আমরা চাই আমাদের ছেলেরা যেন এই জায়গাগুলো পূরণ করে।
ফজলুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ে এএমই ডিপার্টমেন্ট খোলা হয়েছে, ২০২১ সালে যারা পাস করে বের হবে তাদের এখানে কাজের সুযোগ থাকবে।
তিনি এক পরিসংখ্যানের বিষয়ে উল্লেখ করে বলেন, এই খাতে ২০১৭ সালে পাইলট, ইঞ্জিনিয়ার, ম্যানেজমেন্ট এবং টেকনিশিয়ানের চার লাখ ৫০ হাজার জনবল ঘাটতি ছিল। বর্তমানে সেই ঘাটতির পরিমাণ ১০ লাখের উপরে।
তিনি আরও বলেন, এটা আমাদের প্রধানমন্ত্রীর একটা ভিশন। তিনি এই খাতে প্রচুর সম্ভাবনা ও অপরচ্যুনিটি দেখেছেন। প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ও ফাস্ট প্রায়োরিটি হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের কাজে সহযোগিতা করছেন এবং নির্দেশনা দিচ্ছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। লালমনিরহাটে অবস্থিত দ্বিতীয় মহাযুদ্ধের সময়ের পরিত্যক্ত বিমানবন্দরটিকেই দেশের প্রথম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়’ এর মূল ক্যাম্পাস হিসেবে ঠিক করা হয়েছে।
- এবারও ভালো করেছে মেয়েরা
- প্রধানমন্ত্রীর নির্দেশেই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
- মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন তারা!
- সচিবালয় এলাকায় উপসচিবকে জরিমানা
- সেনাপ্রধানের নির্দেশনা মেনে করোনা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সেনাবাহিনী
- বিএনপি নেতা ফখরুলের ভিডিও বার্তা নিয়ে বিতর্ক তুমুলে
- বাস্তবায়নের পথে ব-দ্বীপ স্বপ্ন
- ১০ টাকায় এনআইডি সেবা পাবে সাধারণ মানুষ!
- ব্রডব্যান্ড ইন্টারনেটে ৫ শতাংশ ভ্যাট কমলো
- বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করছে তুরস্ক-ফিলিপাইনসহ বিশ্বের ৬ দেশ
- রিপ্লাই দিয়ে মন্ত্রী সেই সমস্যার সমাধান করলেন ১ মিনিটে
- সবচেয়ে ‘বেশি ঠাণ্ডা’ পড়ছে রাজধানীতে
- ফেসবুকে কমেন্ট করলেই পেয়ে যাবেন একুশের প্রোফাইল পিকচার!
- দেশে বিমান তৈরি শুরু হবে ২০২১ সালে
- আবারো প্রধানমন্ত্রীর এপিএস হলেন আশরাফ সিদ্দিকী