ঢাবি ভিসির নেতৃত্বে ‘মুজিব বায়োপিক’ দেখলেন ৫০০ শিক্ষক
নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালেরর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ৫০০ শিক্ষক ‘মুজিব: একটি জাতির রূপকার’ বায়োপিক দেখেছেন। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা শপিং সেন্টারের স্টার সিনেপ্লেক্সে দেখেন তারা।
সেখানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন হল প্রাধ্যক্ষবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষকবৃন্দ দেখেন।
নতুন উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতা-উত্তর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে
পুনর্গঠনে বঙ্গবন্ধুর নিরলস প্রচেষ্টা, পরিশ্রম, উদ্যোগ ও প্রত্যয় এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই ছবির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ’৭৫-পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস এবং বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনাদর্শ ও ঐতিহাসিক অবদানকে বিকৃতভাবে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অধ্যাপক মাকসুদ কামাল দেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের এই বায়োপিক দেখার আহ্বান জানিয়ে বলেন, এই সিনেমা দেখার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনায় পরিচালিত করার প্রত্যয় জাগ্রত হবে এবং বাংলাদেশবিরোধী দেশীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার অনুপ্রেরণা পাওয়া যাবে।
- সেই প্রধান শিক্ষকের শোকজের জবাবে অসন্তোষ শিক্ষা অফিস
- শিক্ষাগত যোগ্যতায় হবে প্রাইমারি স্কুলের কমিটি
- এবার উপবৃত্তির সঙ্গে পোশাক কেনার টাকাও পাচ্ছে শিক্ষার্থীরা
- কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে
- ‘দরিদ্র ও মেধাবী দুজন ছাত্র/ছাত্রীকে পড়াতে চাই’
- জুন মাসেই প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে জামা-জুতা কেনার টাকা
- ভিকারুননিসার অধ্যক্ষ বহিষ্কার
- বুয়েটে ভর্তি পরীক্ষার প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত
- দেশে আরো চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে: শিক্ষামন্ত্রী
- প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে ৫৬০০ শিক্ষক নিয়োগ পাবে
- শিক্ষার্থীরা এবার পাবে বিনামূল্যে জামা-জুতা
- ডাকসুর ভিপি শোভন, জিএস পদে রাব্বানীকে ছাত্রলীগের মনোনয়ন!
- ভিকারুননিসার ছাত্রীর আত্মহত্যা, শ্রেণি শিক্ষক গ্রেপ্তার
- ৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল ও কলেজ
- প্রতি বিভাগে ডিজিটাল বিশ্ববিদ্যালয় হবে: প্রধানমন্ত্রী
তালিকা করে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের গ্রেপ্তারের নির্দেশ
প্রধানমন্ত্রীর কাছে ক্লাইমেট অ্যাওয়ার্ড হস্তান্তর তথ্যমন্ত্রীর
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী
সারাদেশে ওসিদের বদলির সিদ্ধান্তের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী