সোমবার   ০৪ ডিসেম্বর ২০২৩

সর্বশেষ:
আওয়ামী লীগ তোষামোদ করে ক্ষমতায় থাকতে চায় না : প্রধানমন্ত্রী অগ্নিসন্ত্রাসীদের ছাড় দেওয়ার কোন সুযোগ নেই: প্রধানমন্ত্রী বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন ‘আউটসোর্সিং করে নেশাখোরদের হাতে আন্দোলন তুলে দিয়েছে বিএনপি’ ‘আ. লীগ নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করে যাছে’
৯৬

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরের শীর্ষ বাছাই সংগঠনগুলো

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩  

সপ্তমবারের মত দেশ গঠনে এগিয়ে আসা একদল তরুণের হাতে উঠবে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। শনিবার (১৮ নভেম্বর) ছয়টি ক্যাটাগরিতে বিজয়ী তরুণ সংগঠনগুলোর হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।

এক নজর দেখে নেয়া যাক এবারের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য শীর্ষ বাছাই করা তরুণদের সংগঠনগুলোকে।

উইমেনস ড্রিমার ক্রিকেট অ্যাকাডেমি

অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে ‘উইমেনস ড্রিমার ক্রিকেট অ্যাকাডেমি’। আরিফা জাহান বিথি জানান, গ্রামে অবহেলিত মেয়েদের নিয়ে এই নারী ক্রিকেট একাডেমির পথচলা। নারী ক্ষমতায়ন, তাদের ক্রীড়া ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা এবং বাল্য বিবাহ হ্রাস করা এই ক্রিকেট একাডেমির মূল লক্ষ্য।

স্বপ্ন: এক চিলতি হাসির জন্য

নারী ক্ষমতায়ন, শিশু অধিকার রক্ষা এবং বিশেষ সক্ষমতা সম্পন্ন শিশুদের মূল সমাজে অন্তর্ভুক্ত করে নেয়ার লড়াইয়ে ২০১৪ সাল থেকে নোয়াখালীতে কাজ করে যাচ্ছে ‘স্বপ্ন: এক চিলতি হাসির জন্য’ সংগঠনটি। মাইনুল হাসান শিমুল জানান, এই সংগঠনটি বর্তমানে নোয়াখালী ছাড়িয়ে চট্টগ্রামেও তাদের কার্যক্রম পরিচালনার কথা ভাবছে। বর্তমানে সংগঠনটির ৭৬ জন সক্রিয় সদস্য রয়েছেন।

মনোবল সামাজিক সংগঠন

রনি গোয়ালা কাজ করে যাচ্ছেন ‘মনোবল সামাজিক সংগঠন’ নিয়ে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে, মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে, স্কুল থেকে শিক্ষার্থী ঝড়ে পড়ার হার হ্রাস, স্বাস্থ্য বিষয়ক এবং বৃক্ষায়নে কাজ করছে এই সংগঠনটি। চেনাইবিল নামক গ্রামে কাজ করে যাওয়া সংগঠনটি বর্তমানে এখানে বঙ্গবন্ধু হাই স্কুল পরিচালনা করছে।

লাইট ফর লাইফ

গাজীপুর এবং টাঙ্গাইলে ৫ হাজারের বেশি মানুষের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে তাহমিনা আক্তার সুপ্তার ‘লাইট ফর লাইফ’। নারী ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন, পরিবারের মধ্যে দৃঢ় বন্ধন বিষয়ক সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে এই তরুণদের সংগঠনটি।

ভালো কাজের হোটেল

২০১৯ সাল থেকে ঢাকায় ভূমিহীন ও ভাসমান মানুষদের সহায়তায় কাজ করে যাচ্ছে মো. শেহানুর রহমান আসিফের ‘ভালো কাজের হোটেল’। ছিন্নমূল এ সকল মানুষের সহায়তার জন্য দৈনিক প্রায় ২৫০০ স্বেচ্ছাসেবী এই সংগঠনটির জন্য কাজ করে। দৈনিক ১২-১৩ শত ছিন্নমূল মানুষকে সংগঠনটি সহায়তা প্রদান করে।

নুপম ফাউন্ডেশন

সমাজ গঠনে কাজ করে যাচ্ছে মো রেজাউল করিম এর ‘নুপম ফাউন্ডেশন’। সংগঠনটি রক্তদান কর্মসূচি, সামাজিক মূল্যবোধ সৃষ্টি, পথ নাটক এবং বই মেলা আয়োজন সহ আরও বেশ কিছু সামাজিক কার্যক্রম পরিচালনা করে।

আলট্রাস্টিক পিউপিলস ইয়ুথ অর্গানাইজেশন (এপিওয়াইও)

রাঙামাটির পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছেন মালাচিং মারমার ‘আলট্রাস্টিক পিউপিলস ইয়ুথ অর্গানাইজেশন’ (এপিওয়াইও)। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর স্বাস্থ্য সেবা প্রদান এবং ম্রো জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। এছাড়াও এই সংগঠন বর্তমানে ৪ হাজারের বেশি তরুণ এবং ১৭০ জনের বেশি স্বেচ্ছাসেবক নিয়ে চট্টগ্রামেও নিজেদের কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে সংগঠনটি।

রোপ৪ আউটডোর এডুকেশন

তরুণদের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে খুঁজে পেতে ২০১৭ সাল থেকে ‘রোপ৪ আউটডোর এডুকেশন’ সংগঠনটি কাজ করছে। এই সংগঠনের গোঁরা থেকে কাজ করে যাওয়া মারুফ হক জানান, পর্বতারোহণ, স্বাস্থ্য সুরক্ষা, সাইকেলিং, ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। স্কুল, কলেজ অথবা বিশ্ববিদ্যালয় সকল ক্ষেত্রেই শিক্ষার্থীদের নিয়ে কাজ করে এই সংগঠন।

ঋতু হেলথ অ্যান্ড ওয়েলবিং ফাউন্ডেশন

উম্মে শারমিন কবির পরিচালিত ‘ঋতু হেলথ অ্যান্ড ওয়েলবিং ফাউন্ডেশন’ নারীদের জন্য পরিচালিত একটি সংগঠন যার মূল লক্ষ্য নারী ক্ষমতায়ন। আর এ জন্য প্রতিষ্ঠানটি নারী নিরাপত্তা, নারীর কর্মক্ষেত্রে ও চাকরির সুযোগ সৃষ্টি, কিশোরদের নিজেদের নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরি এবং সন্তানদের লালন-পালন বিষয়ক বিভিন্ন পরামর্শ ও সেবা প্রদান করে। সেই সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম ও সেমিনারও করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

এফএপিএ

‘এফএপিএ’ বাংলাদেশ নারী ক্ষমতায়নের জন্য তার কর্মক্ষেত্রের সুযোগ তৈরি করে। এই সংগঠনটির প্রতিষ্ঠা লগ্ন থেকে নারীদের, বিশেষত যে সকল নারী সন্তান নিয়ে একা বসবাস করছেন এবং আর্থিক সমস্যায় থাকেন এমন নারীদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে বলে জানান ইঞ্জিনিয়ার শিব্বির আহমেদ। এ ছাড়াও শ্রম আইন এবং গার্মেন্টস সেক্টরে চাকরিতে প্রবেশের পূর্বে নারীদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে সচেতন করে তোলে এই সংগঠন।

স্কুল অব ইঞ্জিনিয়ারস

মাহমদুল হাসানের ‘স্কুল অব ইঞ্জিনিয়ারস’ এর কল্যাণে ২০১৮ সাল থেকে এখন অবধি ৬০ হাজারের বেশি মানুষ সুবিধা ভোগ করেছে। বর্তমানে সংগঠনটির ১৫০০-র বেশি সক্রিয় সদস্য রয়েছে। এর অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে তরুণরা।

সার্জ বাংলাদেশ

২০১৫ সাল থেকে শান্তি প্রতিষ্ঠা ও সহিংসতা বন্ধের জন্য পার্বত্যচট্টগ্রাম অঞ্চলে কাজ করে যাচ্ছে ‘সার্জ বাংলাদেশ’। সাইমুন আজম রিফাত জানান, বর্তমানে এই সংগঠনটি রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও চট্টগ্রাম ছাড়াও রাজশাহীতে তাদের কার্যক্রম পরিচালনা করছে। জঙ্গিবাদকে রুখে দিতে ৮ বছর যাবৎ তরুণদের নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সম্ভাবনা

২০১১ সালে প্রতিষ্ঠা লাভের পর টেকসই উন্নয়ন, নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য হ্রাস সহ আরও বেশ কিছু সামাজিক বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে ‘সম্ভাবনা’। এই সংগঠনের বিষয়ে মোশফেকা জান্নাত বলেন, ২০০ জন স্বেচ্ছাসেবী নিয়ে কাজ করে যাচ্ছি আমরা। বর্তমানে সংগঠনটির পক্ষ থেকে পথ শিশুদের জন্য স্কুল, নারীদের সেলাই প্রশিক্ষণ এবং স্বনির্ভর হওয়ার জন্য আরও কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সংগঠনটির পক্ষ থেকে ১৬০ জন নারীকে সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

অভিনন্দন ফাউন্ডেশন

এক সময় দেশের মঙ্গা অঞ্চল হিসেবে পরিচিত রংপুরের চিত্র অনেকটা পাল্টে গেলেও এখনও অর্থনৈতিকভাবে এই অঞ্চলটি পিছিয়ে। আর এ কারণেই ২০১৭ সালের রংপুর অঞ্চলের মানুষের কর্ম সংস্থান এবং হতদরিদ্রদের সহায়তায় কাঞ্চন চন্দ্র রায় প্রতিষ্ঠা করেন ‘অভিনন্দন ফাউন্ডেশন’। বর্তমানে এই সংগঠনটির ১০০জনের বেশি সক্রিয় সদস্য রয়েছে যাদের মাধ্যমে প্রায় ৩৫ হাজার মানুষ সেবা পাচ্ছে।

টঙ্গের গান

দেশের শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনকে উজ্জীবিত রাখতে মো. মাহমুদুল হাসান আবির মিয়া গড়ে তোলেন ‘টঙ্গের গান’। মানুষকে দেশের সংস্কৃতির সঙ্গে এক বন্ধনে আবদ্ধ করতে এবং শিশু শিক্ষা, নারীর অধিকার ও নিরাপত্তা, বাল্য বিবাহ, স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্ট সহ সামাজিক সচেতনতা মূলক আরও বেশ কিছু কার্যক্রম পরিচালনা করে টঙ্গের গান। এই সংগঠনের পক্ষ থেকে আয়োজন 'সম্প্রীতি সন্ধ্যা'য় নিয়মিত ২ হাজারের বেশি দর্শক উপস্থিত হয়। এখন পর্যন্ত এই সংগঠনের মাধ্যমে দেশের সংস্কৃতির স্বাদ অন্বেষণ করেছেন সরাসরি ১ লাখের বেশি মানুষ।

এসডি একাডেমি

সঞ্জয় কুমার মল্লিক ২০১৫ সালে শিশু অধিকার প্রতিষ্ঠা, স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য প্রতিষ্ঠা করেন ‘এসডি একাডেমি’। সংগঠনটির সবচাইতে সফল কার্যক্রম হলো পথ গান। ৫০ জনের বেশি সক্রিয় সদস্য সহ সংগঠনটি এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষের কাছে পৌঁছেছে তাদের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে।

ক্যানভাস পাপেট থিয়েটার

দেশে তরুণদের সবচাইতে বড় পাপেট শো পরিচালনা করছে ‘ক্যানভাস পাপেট থিয়েটার’। পাপেট শো বা পুতুল নাচের মাধ্যমে মো. কামরুল ইসলাম সচেতনতা ছড়িয়ে দিতে চান সমাজে। ২০১৩ সালে চট্টগ্রামে যাত্রা শুরু করা এই সংগঠনটির সঙ্গে ১৮ জনের বেশি পাপেটিয়ার কাজ করছেন। শিশু অধিকার ও নিছক বিনোদনের মাধ্যমে শিক্ষা দিতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

কাদামাটি

থিয়েটারি কোরিওগ্রাফি নিয়ে কাজ করছেন মো. শাহেদুল ইসলামের সংগঠন ‘কাদামাটি’। মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে একাধিক গবেষণা ভিত্তিক কোরিওগ্রাফি কাজ রয়েছে তাদের। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে কোরিওগ্রাফিতে গবেষণা নির্ভর কাজ করতে চায় সংগঠনটি।

টিম অ্যাটলাস

উদ্ভাবন ও যোগাযোগ ক্ষেত্রে সানি জুবায়েরের ‘টিম অ্যাটলাস’ ২০১৬ সাল থেকে কাজ করছে এবং তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন রোবটিক্স এবং স্পেস এক্সপ্লোরেশনে যেখানে বিশ্ব রোবটিক্স চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল জয় করে তারা। ৮০ জন সক্রিয় সদস্য সহ মোট ১২০ জনকে নিয়ে কাজ করে যাচ্ছে টিম অ্যাটলাস। দেশের ২১টি প্রতিষ্ঠানে রয়েছে তাদের সংগঠনের সদস্যরা।

ক্লিয়ার কনসেপ্ট

মো. হিরোক শেখের ‘ক্লিয়ার কনসেপ্ট’ দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ২৫০ জনের বেশি সক্রিয় সদস্যকে নিয়ে ২০১৯ সাল থেকে স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে। এটি একটি স্বাস্থ্য প্রযুক্তি প্ল্যাটফর্ম।

উদ্ভাবন বিজ্ঞান ক্লাব হবিগঞ্জ

দেশে উদ্ভাবন ও সৃষ্টিশীল সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘উদ্ভাবন বিজ্ঞান ক্লাব হবিগঞ্জ’ নিয়ে কাজ করে যাচ্ছেন মো. মুশাহিদ মিয়া।  নিজ অঞ্চলের ৯ উপজেলার ১৭৫টি স্কুলে কুইজ ও ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে অনুপ্রেরণা দিতে চায় সংগঠনটি।

উই, নট আই

আনিলা চৌধুরী মিম মনে করেন ‘উই, নট আই’ অর্থাৎ আমরা, আমি নই। আর এমন এক ধারণা থেকেই অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য সহায়তা কার্যক্রম প্রদান করে আসছে সংগঠনটি। এরই মধ্যে সংগঠনটির পক্ষ থেকে ৬টি ফুড ভ্যান, ভ্যান এবং রিকশা সরবরাহ করা হয়েছে বেকারদের জন্য। ৫০০ জনের বেশি সক্রিয় সদস্যের এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্নভাবে সহায়তা লাভ করেছেন প্রায় ১ লাখের বেশি মানুষ।

ইয়ুথ ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশন

‘ইয়ুথ ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশন’-এর মাধ্যমে সুমাইয়া তাসনিম শিশু ও তরুণদের জন্য এমন এক প্লাটফর্ম তৈরি করতে চান যেখানে প্রত্যেকে তার সমস্যার সমাধান লাভ করবে। ২০১৭ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত এই সংগঠনটি বর্তমানে বঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল পরিচালনার পাশাপাশি শীতের কাপড় সরবরাহ ও উৎসবে বঞ্চিতদের উপহার দেয়া সহ আরও বেশ কিছু কার্যক্রম পরিচালনা করে।

ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ (ডব্লিউএসআরটিবিডি)

দেশের ৪০টি উপজেলায় বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সচেতনতা তৈরি ও বন্যপ্রাণী সুরক্ষার জন্য কাজ করছে ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’ (ডব্লিউএসআরটিবিডি)। মো শহিদুল ইসলাম জানান, সাপ উদ্ধার থেকে শুরু করে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করে সংগঠনটি।

ইকো-নেটওয়ার্ক গ্লোবাল

জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছে ‘ইকো-নেটওয়ার্ক গ্লোবাল’। শামীম আহমেদ মৃধা পরিচালিত এই সংগঠনটি নেটওয়ার্কিং ও পরামর্শ প্রদানের মাধ্যমে নিজেদের কার্যক্রম পরিচালনা করেন। প্রায় ১৫০০ জনের বেশি স্বেচ্ছাসেবী নিয়ে চলা এই সংগঠনের মাধ্যমে সুবিধা লাভ করেছে ৫০ হাজারের বেশি মানুষ।

স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন

হাদিউর রহমান ধ্রুবো ২০২২ সাল বরগুনায় এই সংগঠন প্রতিষ্ঠা করে। এরপর থেকে ‘স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন’ টেকসই উন্নয়ন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন সহ আরও বেশ কিছু ইস্যুতে কাজ করে যাচ্ছে। মূলত সবুজ ও টেকসই উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি।

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
  • আখ চাষে লাভবান কুমিল্লার চাষিরা

  • নিরাপদ মাতৃত্ব ও পরিকল্পিত পরিবারই হচ্ছে স্মার্ট বাংলাদেশ

  • বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • চাঁদপুরে ৮ ডিসেম্বর বিজয় মেলা 

  • লক্ষীপুর মুক্ত দিবস আজ

  • দেবীদ্বার হানাদার মুক্ত দিবস আজ

  • সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা

  • নিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখতে রিটার্নিং অফিসারদের নির্দেশ ইসির

  • তালিকা করে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের গ্রেপ্তারের নির্দেশ

  • ‘নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয়’

  • সরকারি-বেসরকারি হাসপাতালে চালু হচ্ছে হেলথ কার্ড

  • ঘরের ডলার ব্যাংকে ফেরানোর চেষ্টা

  • ইউএনও ও ওসির বদলি প্রক্রিয়া শুরু

  • জন্মদিনে পিতার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মেয়র তাপস

  • আরো ৫০ কূপ খননের উদ্যোগ

  • নভেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২১ হাজার ১৮১ কোটি টাকা

  • দেশ রক্ষায় নদী বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রীর

  • ১৪ দলের নেতাদের সঙ্গে বসছেন শেখ হাসিনা

  • ‘নৌকাকে বিজয়ী করার মাধ্যদিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে’

  • প্রধানমন্ত্রীর কাছে ক্লাইমেট অ্যাওয়ার্ড হস্তান্তর তথ্যমন্ত্রীর

  • ‘ডেঙ্গুসহ ভাইরাসজনিত রোগ বৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তন দায়ী’

  • ‘মিয়ানমারের পরিস্থিতির দিকে নজর রাখছে ঢাকা’

  • দক্ষ জনশক্তি নিতে কসোভোর প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

  • ‘প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর করে গড়ে তুলতে হবে’

  • গোপালগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত    

  • বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী 

  • কোটালীপাড়া মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

  • সিলেটে সিসিক মেয়রের সাথে চীনের রাষ্ট্রদূতের মতবিনিময়

  • নভেম্বরে ২১ শতাংশ বেড়েছে রেমিট্যান্স প্রবাহ 

  • ‘আইএমও নির্বাহী পরিষদে জয়লাভ বিজয়ের মাসে আরেকটি বড় অর্জন’ 

  • ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা

  • নৌকা ছাড়া জনগণ আর কাকে ভোট দেবে : শিক্ষামন্ত্রী

  • কক্সবাজার থেকে হাজারো যাত্রী নিয়ে ঢাকা গেল প্রথম ট্রেন

  • পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে কমিউটার ট্রেন চলাচল শুরু

  • টাঙ্গাইল-আরিচা-বরংগাইল মহাসড়ক নির্মাণ এগোচ্ছে দ্রুত

  • ‘যুবলীগই পারবে নৌকাকে জয়ের বন্দরে পৌঁছে দিতে’

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ

  • পিরোজপুরে কৃষকদের দক্ষতা বাড়াতে বাস্তবায়িত হচ্ছে ২টি প্রকল্প 

  • এইচএসসি`র ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু

  • বাংলাদেশের বিচার ব্যবস্থার উন্নতিতে সহায়তা করবে জাইকা

  • নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে চাই: ইসি রাশেদা

  • গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে নির্বাচনকে বাঁচিয়ে রাখতে হবে : সিইসি

  • মানুষের গতিশীলতায় জলবায়ুর প্রভাব: ৫ পরামর্শ প্রধানমন্ত্রীর

  • পিরোজপুরে ৯ হাজার কৃষককে দেয়া হচ্ছে প্রণোদনা

  • নিখোঁজের ১৪ দিন পর ঘাটে ফিরলেন ৭ জেলে

  • ‘স্বতন্ত্র প্রার্থী হওয়ার অনুমতি দলীয় কৌশলগত সিদ্ধান্ত’

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়কর মেলা অনুষ্ঠিত

  • মুন্সীগঞ্জে মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন 

  • প্রথম নারী উপাচার্য পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

  • হৃদরোগের আধুনিক চিকিৎসা বিষয়ক ১৮তম আন্তর্জাতিক সম্মেলন শুরু

  • কুষ্টিয়া পৌরসভায় অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা

  • ভিন্ন মতের নামে দেশবিরোধিতা সহ্য করা হবে না: শেখ পরশ

  • সিলেট-১ আসনের মনোনয়ন দাখিল করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

  • মাগুরায় মনোনয়নপত্র জমা দিলেন সাকিব

  • ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন-২০২৩’ মন্ত্রিসভায় অনুমোদন

  • নিরাপদ সড়ক নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ চসিক মেয়রের

  • ‘বিএনপি নামক ‘কারাগারে’ বন্দী তাদের নেতারা’

  • ‘আন্তর্জাতিক সচেতন মহলও এ নির্বাচনকে সাধুবাদ জানাবেন’

  • ‘সকল অপশক্তি মোকাবিলায় ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে’

  • ‘নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য’