এবারের বিশ্ব ইজতেমা কবে হচ্ছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসের প্রকোপের কারণে দুই বছর স্থগিত থাকার পর বিশ্ব ইজতেমা আবারো শুরু হচ্ছে। ২০২৩ সালের জানুয়ারিতে দুই পর্বে এবারের ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমা শুরু হবে ১৩ জানুয়ারি। এই পর্বে মাওলানা জোবায়ের পক্ষের লোকজন ইজতেমায় অংশ নেবেন।
তিনদিনের এই পর্বের ইজতেমা শেষ হবে ১৫ জানুয়ারি। ছয়দিনের বিরতির পর ২১ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। এতে ওয়াসেক পক্ষের লোকজন অংশ নেবেন।
বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি বলেন, আগের মতো টঙ্গীর মাঠে বিশ্ব ইজতেমা সংক্ষিপ্ত আকারে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে বিশ্ব ইজতেমা নিয়ে দুইটি গ্রুপে বিভক্ত হয়। তখন আমরা দুই গ্রুপের নেতাদের ডেকে বলেছিলাম যে একসঙ্গে ইজতেমা করলে সেটা কিভাবে করবেন, আর যদি আলাদা করেন তাহলে কে আগে এবং কে পরে সেটা জানান। তারা কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি। তারপর আমরা দুই গ্রুপের জন্য দুইটি তারিখ আগের বারে ঠিক করে দিয়েছিলাম।’
তিনি বলেন, তারা এবারো একসঙ্গে করতে রাজী হননি। এবার জোবায়ের গ্রুপ ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ইজতেমার আয়োজন করবে। আর ওয়াসেক গ্রুপ ২০ থেকে ২২ জানুয়ারি ইজতেমার আয়োজন করবে। প্রথম পক্ষ ইজতেমা শেষে প্রশাসনকে মাঠ বুঝিয়ে দেবেন। তারা দ্বিতীয় দফা ইজতেমার জন্য মাঠ প্রস্তুত করবেন।
এছাড়া এবার সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
- যে পদ্ধতি মেনে করোনা থেকে বাঁচলেন এক মুসলিম!
- মুমিনদের বৈশিষ্ট্য ও গুণাবলী
- রাসুল (স.)-কে ভালোবাসা ঈমানের অপরিহার্য অংশ
- আল-কোরআনের সর্বশ্রেষ্ঠ দোয়া
- জাদুর প্রভাব থেকে মুক্তির উপায়
- সূরা বাকারা: ১-১৯ নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপট ও ফজিলত
- স্ত্রীর জৈবিক চাহিদা পূরণের বিধান
- হিংসা-বিদ্বেষ মুক্ত অন্তর লাভে যে আমল করবেন
- আসমান-জমিন সৃষ্টির রহস্য
- ইসলামের বৈশিষ্ট্য কোমলতা
- হাজিদের মিনায় অবস্থানকালের আমল
- ২০২০ সালের মধ্যে ৫৬০ মডেল মসজিদ সম্পন্ন হবে: ধর্ম প্রতিমন্ত্রী
- ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’!
- নির্বাচন পর্যন্ত ওয়াজ মাহফিল বন্ধ
- প্রধানমন্ত্রী ওমরা করতে যাচ্ছেন মঙ্গলবার
তালিকা করে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের গ্রেপ্তারের নির্দেশ
প্রধানমন্ত্রীর কাছে ক্লাইমেট অ্যাওয়ার্ড হস্তান্তর তথ্যমন্ত্রীর
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী
সারাদেশে ওসিদের বদলির সিদ্ধান্তের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী