আগামী মার্চে চালু হচ্ছে তিনটি বর্ডার হাট
নিউজ ডেস্ক

আগামী মার্চে চালু হচ্ছে তিনটি বর্ডার হাট। সীমান্ত এলাকার হাটগুলোতে বাংলাদেশি ও ভারতীয়দের আগ্রহ বাড়ায় ১২টি বর্ডার হাট নিয়ে কাজ করছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সিলেটের ভোলাগঞ্জ, সুনামগঞ্জের রিংকু ও সায়দাবাদের বর্ডার হাটের কাজ সম্পন্ন হয়েছে। আগামী মার্চ মাসে স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে ভারতের সঙ্গে যৌথভাবে স্থাপিত তিনটি বর্ডার হাট উদ্বোধন হতে পারে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন নতুন তিনটি বর্ডার হাট করবেন।
জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তে ১৬ টি হাট বসানোর কাজ চলছে। এরমধ্যে চারটি চালু রয়েছে। আর ১২টি হাট প্রক্রিয়াধীন। পর্যায়ক্রমে এগুলোও চালু হবে। এরমধ্যে তিনটি বর্ডার হাট আগামী মার্চ মাসে চালু হতে পারে। নতুন বর্ডার হাটগুলোর মধ্যে একটির রোড এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি।
হাটগুলো হলো-সিলেটের ভোলাগঞ্জ আর মেঘালয়ের ভোলাগঞ্জ, বাংলাদেশ ও মেঘালয় সীমান্তের সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ও মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের ভোলাগঞ্জ, সুনামগঞ্জের তাহিরপুরের সায়দাবাদ ও মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি পাহাড় সংলগ্ন নালিকাটা, মেঘালয়ের ইস্ট খাসি হিলসের রিংকু ও সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাগানবাড়ি। আগামী মার্চেই এ হাটগুলো উদ্বোধন করা হতে পারে।
এছাড়া বর্তমানে চালু রয়েছে চারটি বর্ডার হাট। এগুলো হলো- কুড়িগ্রামের বলাইমারি বর্ডার হাট ও মেঘালয়ের কালাইচর, সুনামগঞ্জের লাউয়াঘর ও মেঘালয়ের বালাট, ফেনীর পূর্ব মধুরাম বর্ডার হাট ভারতের শ্রীনগর ত্রিপুরার এবং ব্রাহ্মণবাড়িয়ার তারাপুরে ও ভারতের কমলা সাগর ত্রিপুরায়।
বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন জানান, ভারতের সঙ্গে আমাদের চারটি বর্ডার হাট চালু রয়েছে। আরো তিনটা হাট চালুর অপেক্ষায় আছে। যদি করোনা পরিস্থিতি ভালো হয় তাহলে মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে তিনটি হাট চালু হবে। মোট ১৬টি বর্ডার হাট নিয়ে কাজ করা হচ্ছে। তার মধ্যে চারটা হাট অপারেশনে রয়েছে। এছাড়া ১২টা বর্ডার হাটের মধ্যে তিনটা প্রস্তুত। আরো তিনটা বর্ডার হাটের কাজ শেষের দিকে প্রায়। এছাড়া আরো ছয়টা বর্ডার হাট আলোচনা পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, করোনা আমাদেরকে হাট সংক্রান্ত সব কিছুতে পিছিয়ে দিচ্ছে। সব প্রস্তুতি থাকলেও মহামারিতে তিনটি হাট চালু করা যাচ্ছে না। তবে যেকোনো সময় নতুন তিনটি হাট চালু হবে।
- বন্ধুদের সঙ্গে কক্সবাজারে, ইয়াবা সেবনে ঢাকার ছাত্রীর মৃত্যু
- নৌকাকে বিজয়ী করতে ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে: গোলাম রাব্বানী
- জান্নাতির পরিবারের নুসরাতের মতো ‘সৌভাগ্য’ নেই
- মহেশখালীর পৌর মেয়রের বিরুদ্ধে প্যারাবন দখলের অভিযোগ
- আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে পতেঙ্গা সৈকত
- অসীম কুমার উকিলের পূজা মণ্ডপ পরিদর্শন
- চরভদ্রাসনে পণ্ড হলো ১৪৪ ধারা
- কিশোরগঞ্জে এমপির হুঁশিয়ারিতে বদলে গেল হাসপাতাল!
- পদ্মা সেতু প্রধানমন্ত্রীর একক সাহসী নেতৃত্বের সোনালী ফসল: কাদের
- বান্দরবানে সংবর্ধনায় উপজেলা চেয়ারম্যানের যৌন হয়রানি!
- একই পরিবারের তিনজন পেয়েছে আ. লীগের মনোনয়ন
- শখের মোটরসাইকেল বিক্রি করে অসহায়দের পাশে ছাত্রলীগ কর্মী
- চবিতে ছাত্রলীগের বীর প্রতীক তারামন বিবি হল ঘোষণা
- কথা রাখলেন `শেখের বেটি` শেখ হাসিনা
- চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়ক
বায়োটেক প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ: আইসিটি প্রতি
প্রেস ক্লাবে চরম ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে স্বাস্থ্য বিমা আরো ব্যাপকভাবে চালু করা উচিত: প্রধানমন্ত্রী
মুশতাকের মৃত্যু
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ সদস্যের তদন্ত কমিটি